পুজোয় ফোন কেনার পরিকল্পনা রয়েছে? বাজেট হাজার দশেক টাকা? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। ভারতে মঙ্গলবার লঞ্চ হয়েছে Vivo U10। ভিভোর ইউ সিরিজের অনলাইন এক্সক্লুজিভ স্মার্টফোন। যার দাম শুরু ৮,৯৯৯ টাকা থেকে। ৫০০০ mAh ব্যাটারির সঙ্গে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর ও ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনে।
Vivo U10, ২৯ সেপ্টেম্বর অ্যামাজন অনলাইনে কেনা যাবে বলে জানিয়েছে সংস্থা। ৩জিবি+৩২ জিবি মডেলের দাম ৮,৯৯০ টাকা। ৪জিবি+৬৪ জিবি মডেলের দাম ৯,৯৯০ টাকা। এছাড়া ৮জিবি+৬৪ জিবি মডেলের দাম ১০,৯৯০ টাকা।
আরও পড়ুন: ভারতে থাকছে না আর দশ অঙ্কের ফোন নম্বর
লঞ্চ অফারে পেয়ে যাবেন ১০ শতাংশ ছাড়, যদি আপনি SBI কার্ড ব্যবহার করেন। এছাড়া জিও কানেকশন নিলে ক্যাশব্যক ভাউচার পেয়ে যাবেন। ইলেকট্রিক ব্লু এবং থান্ডার ব্ল্যাক রঙে পেয়ে যাবেন Vivo U10।
Vivo U10 specifications
এই ফোনে রয়েছে ৬.৩৫ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে সঙ্গে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিজাইন। ডিসপ্লেতে থাকছে ২.৫ডি কার্ভড গ্লাস। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড্রয়েড নাইন পাই অপারেটিং সিস্টেমে চলবে Vivo U10। তিন ক্যামেরার মধ্যে রয়েছে ১৩, ৮ ও ২ মেগাপিক্সেলের কম্বিনেশন।
আরও পড়ুন: বাজারে নতুন গ্যাজেট, টুপি পরলেই মিটছে ‘টাক’ সমস্যা
Vivo U10 এ থাকছে মাল্টি টার্বো থেকে ছবি তোলার সময় ফ্রেম স্ট্যাবিলাইজেশন। পাশাপাশি আল্ট্রা গেম মোড পেয়ে যাবেন। কোম্পানি জানিয়েছে একবার চার্জে টানা ৭ ঘণ্টা পাবজি খেলতে পারবেন এই ফোনে।
Read the full story in English