২০ ফেব্রুয়ারি চিনা সংস্থা ভিভো তাদের ভি ১৫ প্রো ফোন লঞ্চ করছে ভারতে। মোবাইলের নিত্যনতুন মডেল নিয়ে ঘাঁটাঘাঁটি যাদের অভ্যেস, তারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন ভি ১৫ প্রো ফোনের। বিশ্বের প্রথম ৩২ মেগাপিক্সেল পপ আপ বিশিষ্ট সেলফি ক্যামেরা থাকছে এই মোবাইলে।
সম্ভাব্য সব উপায়েই লঞ্চ হওয়ার আগে নিজেদের সোশাল মিডিয়ায় নতুন ফোনের প্রচার করেছে ভিভো। সংস্থার পক্ষ থেকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে আপাতত শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যাবে এই ফোন। ফোনের দাম নিয়ে এখনও সংস্থার পক্ষ থেকে মুখে কুলুপ আঁটাই রয়েছে। তবে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে ৩০০০০ টাকার কাছাকাছি দাম হবে নতুন মডেলের।
আরও পড়ুন, পৃথিবীর সেরা টয়লেট পেপারের সার্চে পাক পতাকা, অস্বীকার গুগলের
You can play peek-a-boo with the 32MP Pop-up Selfie Camera on the all-new #VivoV15Pro. We won’t judge. Popping soon, on 20th February. #GoPop pic.twitter.com/T86yPAkakc
— Vivo India (@Vivo_India) February 19, 2019
দেখে নেওয়া যাক নতুন ভি ১৫ প্রো ফোনের বিশেষ কিছু ফিচার
- অল স্ক্রিন নো নচ অথবা পাঞ্চ হোল ডিসপ্লে
- পপ আপ ফ্রন্ট ক্যামেরা
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড ট্রিপল ক্যামেরা সেট আপ
- ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
- মোবাইলের পেছন দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই
- ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অন বোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা
- এফএইচডি এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে
- ৩৭০০ এমএএইচ ব্যাটারি
- ভিভোর ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং প্রযুক্তি