Vivo V50 Launch Soon in India: ভারতে ঝড় তুলতে চলেছে ভিভোর নতুন স্মার্টফোন, সামনে এল লঞ্চের তারিখ!
Vivo V50 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে, এবার সামনে এল লঞ্চের তারিখও। চিনা শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা ভিভো ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটি হল Vivo V50। তবে কোম্পানি ভারতে এই ডিভাইসটি লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি প্রকাশিত একটি টিজার পোস্টারে জানানো হয়েছে যে Vivo V50 লঞ্চের আর মাত্র ১৭ দিন বাকি। এই পোস্টারটি ১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল, যার কারণে আশা করা হচ্ছে যে ডিভাইসটির আনুষ্ঠানিক লঞ্চ ১৮ ফেব্রুয়ারি।
Vivo V50, Vivo S20 এর একটি রিব্র্যান্ডেড বা সামান্য আপডেটেড ভার্সন। যেটি ২০২৪ সালের শেষের দিকে চিনে লঞ্চ করেছিল সংস্থা। এই স্মার্টফোনটিতে ৬.৬৭ ইঞ্চি AMOLED মাইক্রো-কোয়াড কার্ভড ডিসপ্লে, ১.৫K রেজোলিউশন এবং ১২০Hz রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি Funtouch OS 15 এর উপর ভিত্তি করে Android 15 এ কাজ করবে।
Vivo V50 এর সম্ভাব্য ফিচার ?
ক্যামেরা সিস্টেম - স্মার্টফোনটিতে একটি ZEISS টিউনড ক্যামেরা সিস্টেম থাকবে, যেমনটি ভিভোর প্রিমিয়াম X সিরিজের ডিভাইসগুলিতে দেখা যায়। V50-তে থাকতে পারে কোয়াড-কার্ভড ডিসপ্লে। ব্যাক প্যানেলে থাকতে পারে ৫০এমপি প্রাইমারি ক্যামেরা, ৫০এমপি আল্ট্রাওয়াইড ক্যামেরা, সামনে থাকতে পারে ৫০এমপি ফ্রন্ট ক্যামেরা।
প্রসেসর এবং স্টোরেজ - Vivo V50-তে Qualcomm Snapdragon 7 Gen 3 SoC, 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ থাকতে পারে।
ব্যাটারি এবং চার্জিং - এই আসন্ন ফোনটিতে 80W দ্রুত চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
সামনের ক্যামেরা - সেলফির জন্য, এতে অটোফোকাস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
জল এবং ধুলো প্রতিরোধ - ধুলো এবং জলের বিরুদ্ধে সুরক্ষার জন্য এটি IP68 এবং IP69 রেটিং পেতে পারে।
দাম কত হবে?
দামের কথা বলতে গেলে, এই আসন্ন Vivo V50 এর দাম প্রায় 37,999 টাকা (বেস ভেরিয়েন্ট) হতে পারে। ডিভাইসটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 SoC চিপসেট প্রসেসর থাকতে পারে। রিপোর্ট অনুসারে, এই ফোনটি ভারতে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লঞ্চ করা হতে পারে।