Advertisment

Vivo X200 Series Price in India : মিলবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, দুর্দান্ত স্মার্টফোনে বাজারে ঝড় তুলবে Vivo X200 সিরিজ

Vivo X200 Series Price in India : ভারতের বাজারে তোলপাড় ফেলতে চলেছে Vivo! Vivo এবার ব্র্যাণ্ডের দুর্দান্ত X200 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Vivo, মডেল দুটি হল X200 এবং X200 Pro

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo X200 Series Price in India :

Vivo এবার ব্র্যাণ্ডের দুর্দান্ত X200 সিরিজ লঞ্চ করতে চলেছে।

Vivo X200 Series Price in India :  ভারতের বাজারে তোলপাড় ফেলতে চলেছে Vivo! Vivo এবার ব্র্যাণ্ডের দুর্দান্ত X200 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি নতুন  স্মার্টফোন লঞ্চ করবে Vivo, মডেল দুটি হল X200 এবং X200 Pro । 

Advertisment

Vivo X200 সিরিজ লঞ্চের আগেই ফাঁস হয়েছে এই সিরিজের ফোনের দাম।টিপস্টার অভিষেক যাদব এক্স-এ দাম সামনে এনেছেন। MediaTek  Dimension 9400 প্রসেসর সহ এই ফোনগুলি অক্টোবরে চিনে লঞ্চ হয়। Vivo X200-র বেস মডেলের দাম হতে চলেছে 65,999 টাকা হতে পারে। এতে থাকবে 12GB + 256GB স্টোরেজ। একই সঙ্গে Vivo X200 এর 16GB + 512GB মডেলের দাম হতে চলেছে 71,999 টাকা। একই সময়ে, Vivo X200 Pro এর দাম 16GB + 512GB মডেলের দাম 94,999 টাকা। 

ভিভোর নয়া সিরিজের এই স্মার্টফোনে থাকবে একটি 200MP Zeiss APO টেলিফটো শুটার। পাশাপাশি থাকবে একটি V3+ ইমেজিং চিপসেট। ফোনটিতে থাকবে  মিডিয়াটেকের ডাইমেনশন 9400 প্রসেসর।এই সিরিজের হ্যান্ডসেটে থাকতে চলেছে ৬০০০ হাজার mAh ব্যাটারি। সর্বশেষ সিরিজটি  Android 15 এ রান করবে ।

Advertisment

Vivo X200, X200 Pro স্পেসিফিকেশন
চিনে লঞ্চ হওয়া Vivo X200-এ রয়েছে একটি 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে,পাশাপাশি রয়েছে  মিডিয়াটেক ডাইমেনশন 9400 চিপসেট। Vivo X200 এবং X200 Pro-তে 16 GB পর্যন্ত RAM এবং 1 TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। Vivo X200-এর একটি 5,800mAh ব্যাটারি রয়েছে, যেখানে Vivo X200 Pro-এর একটি 6,000mAh ব্যাটারি রয়েছে। দুটি ফোনেই রয়েছে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। দুটি  স্মার্টফোনই Android ভিত্তিক Origin OS 5 অপারেটিং সিস্টেমে কাজ করে।

ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, X200-এ একটি Zeiss ভিত্তিক 50 মেগাপিক্সেল 1/1.56 ইঞ্চি Sony IMX921 প্রাইমারি ক্যামেরা রয়েছে যাতে রয়েছে OIS সাপোর্ট, পাশাপাশি থাকবে 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্সও থাকবে । যেখানে দুটি স্মার্টফোনেই রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুটি ফোনেই রয়েছে IP68+IP69 রেটিং।

vivo
Advertisment