Advertisment

তিন ক্যামেরার ফোন লঞ্চে এবার ভিভো

ফোনে লম্বভাবে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে। তলদেশে একটি LED ফ্ল্যাশ। ফোনটির সামনে থাকছে ওয়াটার ড্রপ নচ ডিজাইন।

author-image
IE Bangla Web Desk
New Update
Vivo X60 মডেলে পান ৩০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট! অফারটি কী জানুন

গত মাসে ভিভোর তরফ থেকে জানানো হয়েছিল আইপিএল মরসুমে তারা ব্যক টু ব্যক লঞ্চ করতে চলেছে দুটি বাজেট ফোন। Vivo Y3 এবং Vivo Y5। এদিকে '৯১ মোবাইলস' জানাচ্ছে Vivo Y5 এর ভারতীয় নাম হবে Vivo Y17।

Advertisment

এই খবরের সঙ্গে যে ছবি উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে ফোনে লম্বভাবে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে। ফোনের তলদেশে থাকবে একটি LED ফ্ল্যাশ। ফোনটির সামনে থাকছে ওয়াটার ড্রপ নচ ডিজাইন। ফোন আনলক করার জন্য ফিঙ্গার প্রিন্ট থাকবে ফোনের পিছনে।

আরও পড়ুন: হাতে আসেনি সেভেন সিরিজ, এরই মধ্যে আপকামিং ফোনের ঘোষণা রেডমির

'৯১ মোবাইলসে প্রকাশিত তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলা Vivo Y17-এ থাকতে পারে ৫০০০ mAh এর ব্যাটারি। খুব সম্ভবত চলতি মাসের শেষ দিকে ভারতে লঞ্চ হবে ভিভোর আপকানিং ফোন।

Vivo Y17 দাম হতে পারে ১৬,৯৯০ টাকা। বেশ কয়েকদিন আগে এই ফোন সংক্রান্ত কিছু তথ্য ফাঁস হয়েছিল। যেখানে জানা যায়, ১৫ থেকে ২০ হাজারের মধ্যেই থাকবে আসন্ন ফোনেোর দাম। MediaTek Helio P35 প্রসেসরের সঙ্গে থাকবে ৪ জিবি র‌্যাম। ফোনের স্ক্রিনের সাইজ ৬.৩৫ ইঞ্চি।

Vivo Y17 প্রতিদ্বন্ধীতা করবে স্যামসাংয়ের এম সিরিজ, এ সিরিজ, Realme 3 Pro, এবং Redmi Note 7 Pro সঙ্গে।

Read the full story in English

vivo
Advertisment