Vivo Y29 5G : বাজারে আলোড়ণ ফেলল Vivo Y29 5G! নয়া এই স্মার্টফোনের সেরা ফিচার অবাক করতে বাধ্য।
Vivo ভারতে ব্র্যাণ্ডের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo-এর এই নতুন ফোনটি Vivo Y28-এর আপগ্রেডের ভার্সন। Vivo -এর এই ফোনে রয়েছে 50MP ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি।
Vivo Y29 5G স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.68-ইঞ্চি LCD পাঞ্চ-হোল ডিসপ্লে যাতে রয়েছে HD+ রেজোলিউশন। এছাড়াও, আপনি পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট। ফোনেরসিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফোনের পিছনের দিকে রয়েছে 50MP ক্যামেরা, পাশাপাশি রয়েছে একটি 0.8MP ক্যামেরা। সেই সঙ্গে সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা। এছাড়াও আপনি এই ফোনে একটি ডায়নামিক লাইট LED ফ্ল্যাশ পাবেন। কোম্পানি FunTouchOS 14 এর উপর ভিত্তি করে Android 14-এ Vivo ফোনটি লঞ্চ করেছে।
Vivo Y29 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। ফোনটিতে 5500mAh ব্যাটারি রয়েছে। একই সঙ্গে রয়েছে 44W ফাস্ট চার্জিং ফিচার।
Vivo Y29-মডেলে রয়েছে একটি IP64 রেটিং। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট, 5G, WiFi, Bluetooth 5.4, USB Type C এবং 3.5mm অডিও জ্যাকও রয়েছে।
Vivo Y29 5G এর দাম কত?
Vivo Y29 5G ভারতে চারটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে।
4GB RAM এবং 128GB স্টোরেজ: দাম- 13,999
6GB RAM এবং 128GB স্টোরেজ: দাম- 15,999
8GB RAM এবং 128GB স্টোরেজ: দাম- 16,999
8GB RAM এবং 256GB স্টোরেজ: দাম- 19,999
আপনি এই ফোনটি ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং টাইটানিয়াম গোল্ড রঙে কিনতে পারবেন ক্রেতারা ।