/indian-express-bangla/media/media_files/2025/06/17/Sh53YcnKYJmSEH5HAFbE.jpg)
ভিভোর নয় স্মার্টফোন
Vivo Y 400 Pro 5G:চিনা স্মার্টফোন নির্মাতা Vivo এবার ভারতে নিয়ে আসছে তাদের নতুন শক্তিশালী স্মার্টফোন Vivo Y400 Pro 5G। সংস্থা নিশ্চিত করেছে, আগামী ২০ জুন এই ফোনটি লঞ্চ হবে। অত্যাধুনিক ডিজাইন ও শক্তিশালী ফিচার সহ এই ফোনটি মিলবে ২৫ হাজার টাকার কম দামে।
ডিজাইন ও ডিসপ্লে
6.77 ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে, ফুল HD+ রেজোলিউশন
120Hz রিফ্রেশ রেট
সর্বোচ্চ উজ্জ্বলতা 4,500 নিট
মার্বেল ফিনিশ ব্যাক প্যানেল ও উন্নত ক্যামেরা মডিউল
ক্যামেরা
50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর
2MP সেকেন্ডারি সেন্সর
32MP ফ্রন্ট ক্যামেরা ভিডিও কল ও সেলফির জন্য
AI ফিচার সহ ক্যামেরা এনহান্সমেন্ট
ব্যাটারি ও পারফরম্যান্স
5,500mAh ব্যাটারি
90W ফাস্ট চার্জিং সাপোর্ট
Android 15 বেসড Funtouch OS 15
অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
স্টোরেজ ভ্যারিয়েন্ট
8GB RAM + 128GB Storage
8GB RAM + 256GB Storage
Vivo জানিয়েছে, এটি হবে তাদের সেগমেন্টের 3D কার্ভড ডিসপ্লে সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন। এই ফোনে একাধিক AI ফিচার ও প্রিমিয়াম ডিজাইন একসঙ্গে উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।