vivo y58 5g with 6000mah battery: Vivo-র বিরাট চমক, ভারতে লঞ্চ ব্র্যাণ্ডের 6000mAh ব্যাটারি সহ সস্তার 5G স্মার্টফোন। জলে ভিজলেও কোন ক্ষতি হবে না।
Vivo Y সিরিজের আরেকটি সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Vivo-এর এই স্মার্টফোনটিতে রয়েছে 6000mAh এর শক্তিশালী ব্যাটারি সহ অনেক আকর্ষণীয় ফিচার। Vivo-র এই ফোনটি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই বিক্রয়ের জন্য উপলব্ধ।
Vivo ভারতে Y সিরিজের আরেকটি সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। নয়া এই ফোনটি দুটি রঙের বিকল্পে লঞ্চ করেছে সংস্থা। Vivo-এর এই ফোনটি Realme, Poco, Redmi, Samsung-এর মতো ব্র্যান্ডের সস্তা স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার আসরে টেক্কা দেবে বলেই আশা টেকবিশেষজ্ঞদের ।
Vivo Y58 5G মূল্য
Vivo-এর এই ফোনটি 8GB RAM + 128GB-এর সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম 19,499 টাকা। এই স্মার্টফোনটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart, Vivo-এর ই-স্টোর সকল রিটেল আউটলেটে উপলব্ধ। কোম্পানি এই স্মার্টফোনটি কেনার জন্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 1,500 টাকার তাত্ক্ষণিক ক্যাশব্যাক অফার করছে।
Vivo Y58 5G এর ফিচার
Vivo-এর এই বাজেট স্মার্টফোনটিতে 6.72 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। ফোনটিতে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট বৈশিষ্ট্য সমর্থন করে। এর ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 1024 নিট পর্যন্ত। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 2.5D স্ক্রিন। এছাড়াও, এটি ব্লু লাইট আই কেয়ার সার্টিফিকেশন দেওয়া হয়েছে।
আরও পড়ুন : < Tata Voltas 1.5 Ton New AC: এখনই কিনুন! মাত্র দশ হাজারেই পান Tata-র ১.৫ টন এসি, বিল আসবে প্রতি মাসে ১০০ টাকা >
Vivo Y58 5G-তে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, সঙ্গে 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ। ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
এই Vivo ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে। ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। একই সাথে একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে। সামনে রয়েছে একটি 8MP ক্যামেরা সেলফি ক্যামেরা। এই ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 44W USB Type C ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।