Advertisment

মন্দার বাজারে ১৬ টাকায় ফোর জি'র সুখ; ভোডাফোন

জিওকে টেক্কা দিতে, আরও কম দামের রিচার্জ প্যাক আনল ভোডাফোন। রিলায়েন্স জিওতে ২১ টাকায় পাওয়া যায় ১জিবি ডেটা। তবে জিওর প্ল্যানে যত দিননা মেয়াদ শেষ হবে ততদিন পর্যন্ত বৈধ থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
vodafone-

জিও'র চেয়ে কম খরচের রিচার্জ প্ল্যান আনল ভোডাফোন

কম টাকার রিচার্জ প্ল্যান আনল ভোডাফোন। দাম মাত্র ১৬ টাকা। যার গাল ভরা নাম 'ফিল্মি রিচার্জ'। এই প্ল্যানের আওতায় পেয়ে যাবেন ১ জিবি ডেটা। যা চলবে ফোরজি গতিতে। সময়সীমা ২৪ ঘণ্টা। ইন্টারনেট ছাড়া অন্যকোনো সুযোগ সুবিধা পাবেন না এই রিচার্জে।

Advertisment

বেশ কিছু জায়গায় পাওয়া যাবে ১৬ টাকার রিচার্জ প্ল্যান। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা, আসাম, চেন্নাই, গুজরাট, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, মহারাষ্ট্র ও গোয়া, মুম্বই, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ (পূর্ব), উত্তরপ্রদেশ (পশ্চিম) এবং পশ্চিমবঙ্গে মিলবে এই সুবিধে।

১৬ টাকার রিচার্জ প্ল্যানটি ভোডাফোন ওয়েবসাইট, মাই ভোডাফোন অ্যাপ এবং অনুমোদিত খুচরো বিক্রেতাদের থাকে পাওয়া যাবে। ভোডাফোনের ছোট রিচার্জের অন্যান্য গুলি হল মধ্যে ৩৩, ৪৯ এবং ৯৮ টাকা। যা সম্প্রতি একচেটিয়া বাজার করছে।

আরও পড়ুন: জেনে নিন কত টাকার রিচার্জ প্রয়োজন মেটাবে আপনার

জিওকে টেক্কা দিতে, আরও কম দামের রিচার্জ প্যাক আনল ভোডাফোন। রিলায়েন্স জিওতে ২১ টাকায় পাওয়া যায় ১জিবি ডেটা। তবে জিওর প্ল্যানে যত দিননা মেয়াদ শেষ হবে ততদিন পর্যন্ত বৈধ থাকবে। বর্তমানে এয়ারটেলে এরকম কোনো ডেটা অফার নেই।

প্রতিদিনের ডেটা প্ল্যানগুলির মধ্যে ভোডাফোন তার গ্রাহকদের ২৮ দিনের জন্য ৪ জি / ৩ জি দৈনিক ১.৬ জিবি ডেটা পাওয়া যায়। যা জন্য খরচ ২০৯ টাকা। এই পরিকল্পনায় গ্রাহকরা দৈনিক  ১০০ টি এসএমএস এবং সীমাহীন লোকাল, এসটিডি এবং রোমিং কল পাবে।

ভোডাফোন তার গ্রাহকদের ২ জি / ৩ জি তে দৈনিক ২ জিবি ডেটা ব্যবহার করার সুবিধা দিয়েছে। এই প্ল্যানে এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে মিল রয়েছে মেয়াদের। সুবিধা পাওয়া যাবে ২৮ দিন। গ্রাহকগণ প্রতিদিন ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং ভয়েস কল করতে পারবে। ভোডাফোন প্লে অ্যাপের মাধ্যমে লাইভ টিভি , সিনেমা, ভোডাফোন টিভি শো এবং আরও অনেক কিছু ব্যবহার করা যাবে। যার জন্য খরচ হবে ২৫৫ টাকা।

Read the full story in English

vodafone
Advertisment