/indian-express-bangla/media/media_files/2025/03/19/wOPnR5y2T195xwvKqW2C.jpg)
কোটি কোটি গ্রাহকের স্বপ্ন পূরণ, চালু হল 5G সার্ভিস
Vi New Recharge Plan: ভারতের শীর্ষ টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া (Vi) সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের দাম ২,৩৯৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন ১৮০ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, এবং ১০০টি এসএমএস। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, নতুন এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে সাবস্ক্রিপশন থাকছে SonyLIV, ZEE5, Lionsgate Play সহ একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের।
হালকা, ফেক্সিবেল ডিজাইন! গরমে পান 'হাইটেক কুলিং', ঘরে ঘরে ঘুরে শীতলতা ছড়াবে, অত্যাধুনিক AC সম্পর্কে জেনে নিন
Vi 2399 টাকার নতুন প্রিপেইড প্ল্যান:
- মূল্য: ২,৩৯৯ টাকা (এক্সক্লুসিভ প্রিপেইড রিচার্জ)
- মেয়াদ: ১৮০ দিন
- ডেটা সুবিধা: প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট
- এসএমএস: প্রতিদিন ১০০টি এসএমএস
- কলিং: আনলিমিটেড ভয়েস কলিং (যেকোনো নেটওয়ার্কে)
- OTT অ্যাক্সেস: SonyLIV, ZEE5, Lionsgate Play, Playflix, Fancode, ManoramaMAX
- বিনামূল্যে আরও সুবিধা
- Binge All Night (রাত ১২টা – সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা)
- Weekend Data Rollover
- Data Delight (অতিরিক্ত বোনাস ডেটা অন ডিমান্ড)
এই প্ল্যানটি বিশেষভাবে উপযুক্ত যাদের নিয়মিত স্ট্রিমিং, ভিডিও কলিং এবং ওটিটি কনটেন্ট ভিউয়িং এর প্রয়োজন রয়েছে। দীর্ঘ মেয়াদের কারণে বারবার রিচার্জের ঝামেলা থেকে মিলবে মুক্তিও।
আদৌ কী বিরাট সাশ্রয়? ১.৫ টন ৩ স্টার বনাম ৫ স্টার এসির বিদ্যুৎ খরচের ফারাকটা জানেন?
Vi ৩৪০ টাকার প্ল্যান:
সাশ্রয়ী বিকল্প
ভোডাফোন আইডিয়া কিছুদিন আগেই আরও একটি সাশ্রয়ী প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছিল যার দাম ৩৪০টাকা।
এই প্ল্যানের বৈশিষ্ট্য দেখে নিন একনজরে
- মেয়াদ: ২৮ দিন
- প্রতিদিন ১ জিবি ডেটা
- আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস
- ডেটা শেষ হলেও ৬৪ কেবিপিএসে চলবে ইন্টারনেট
- রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট
- উইকএন্ড ডেটা রোলওভার সুবিধা