প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ৪০০ এমবি ডেটা দিচ্ছে ভোডাফোন-আইডিয়া। প্রত্যেকদিন এই ডেটা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থা। তবে ৮৯৯ এবং ৩৯৯ টাকার রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে। মাই আইডিয়া রিচার্জ এবং মাই ভোডাফোন অ্যাপের মারফত পেয়ে যাবেন অতিরিক্ত ডেটা।
তবে আপনার যদি ভোডাফোনের কানেকশন থাকে তবে শুধুমাত্র ৩৯৯ টাকার প্যাকে পাবেন এই সুবিধা, ৪৯৯ টাকায় পাওয়া যাবে না। অন্যদিকে যদি আইডিয়ার কানেকশন হয় তাহলে উভয় রিচার্জের সঙ্গে মিলবে এই সুবিধা।
আরও পড়ুন: ফোন জলে পড়ে গেলে, ফোনকে ফিরে পেতে যে কাজগুলি করবেন না
আইডিয়া-ভোডাফোনে ৩৯৯ টাকায় ১জিবির জায়গায় পাবেন ১.৪ জিবি ডেটা , ৪৯৯ টাকায় পাবেন প্রত্যেকদিন ২.৪ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড কলিংএর সুবিধা ও ১০০টি এসএমএস।
আরও পড়ুন: এক টাকা খরচে কলার টিউন, সঙ্গে ২ জিবি ডেটা দিচ্ছে বিএসএনএল
ভোডাফোন সম্প্রতি সিটি ব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। যারা সিটিব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা প্রথম মাসে ৪,০০০ টাকার কেনাকাটি করলে প্রত্যেকদিন ফোরজি গতিতে ১.৫ জিবি ডেটা পেয়ে যাবেন।