Vodafone Idea recharge Plan: কম দামে আশ্চর্যজনক সুবিধা, আপনার জন্য কোন প্ল্যানটি সবচেয়ে ভাল? জানুন এখনই

Vodafone Idea recharge Plan: Airtel এবং Jio-এর পর VIদেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর। সম্প্রতি গ্রাহকদের জন্য ভিআই নিয়ে এসেছে তিনটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান।

Vodafone Idea recharge Plan: Airtel এবং Jio-এর পর VIদেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর। সম্প্রতি গ্রাহকদের জন্য ভিআই নিয়ে এসেছে তিনটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea Network Update

Airtel এবং Jio-এর পর VIদেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর

Vodafone Idea recharge Plan: Airtel এবং Jio-এর পর VIদেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর। সম্প্রতি গ্রাহকদের জন্য ভিআই   নিয়ে এসেছে তিনটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান। যারা কলিংয়ের পাশাপাশি প্রতিদিনের জন্য আরও বেশি ডেটা ব্যবহার করতে চাইছেন পাশাপাশি চান OTT সাবস্ক্রিপশন, এই রিচার্জ প্ল্যানগুলি আপনার সেই সকল চাহিদাও পূরণ করবে। এই প্ল্যানগুলির মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন নির্দিষ্ট ডেটা ছাড়াও নির্দিষ্ট সময়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

Advertisment

রাখি উপলক্ষ্যে বিরাট ধামাকা, ২০০ এমপি Galaxy S24 Ultra অর্ধেক দামে কেনার বিরাট সুযোগ

৩৯৯ টাকার VI রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ২৮ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। সঙ্গে থাকছে JioHotstar সাবস্ক্রিপশন এবং রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ। এছাড়াও, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ‘ডেটা ব্যাকআপ’ ফিচারের মাধ্যমে প্রতি মাসে ২ জিবি অতিরিক্ত ডেটার সুবিধা মিলবে।

Advertisment

৩৯৮ টাকার VI রিচার্জ প্ল্যান:
যারা প্রতিদিন বেশি ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য আদর্শ এই প্ল্যান। এতে সারাদিন আনলিমিটেড ডেটা (5G সহ) ব্যবহারের পাশাপাশি থাকছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা। প্ল্যানটির মেয়াদও ২৮ দিন।

৩৬৫ টাকার VI রিচার্জ প্ল্যান:
সবচেয়ে জনপ্রিয় এই প্ল্যানে থাকছে প্রতিদিন ২ জিবি ডেটা এবং 5G আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ডেটা ব্যবহার করা যাবে। সপ্তাহান্তে ডেটা রোলওভার এবং ২ জিবি ডেটা ব্যাকআপের সুবিধাও মিলবে।

এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে Vodafone-Idea গ্রাহকদের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, যেখানে কল, ডেটা ও বিনোদনের চাহিদা একসঙ্গে পূরণ হবে। এই প্ল্যানগুলি VI অ্যাপ অথবা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিচার্জ করতে পারবেন ইউজাররা। 

বাজারে বিরাট আলোড়ণ ফেলে আত্মপ্রকাশ! অত্যাধুনিক Acer-এর lightweight ল্যাপটপের ফিচার তাক লাগাবে

vi