Vodafone Idea : Vodafone Idea (Vi) ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি। সম্প্রতি Vodafone Idea (Vi) তার দুটি প্ল্যানের ভ্যালিডিটির মেয়াদ কমিয়েছে। ফলে প্ল্যানদুটি ব্যবহারকারীদের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে।
Vodafone Idea 289 এবং 479 প্রিপেইড প্ল্যানের বৈধতার মেয়াদ কমিয়েছে। উল্লেখ্য 289 প্ল্যানে আগে গ্রাহকরা 48 দিনের মেয়াদ পেতেন। এখন কোম্পানি এই প্ল্যানের মেয়াদ 8 দিন কমিয়েছে। যার কারণে প্ল্যানটি গ্রাহকদের কাছে কিছুটা ব্যয়বহুল হয়ে উঠেছে।
বৈধতা কমানোর পর এখন 289 এর ভোডাফোন আইডিয়া (Vi) প্রিপেড প্ল্যানে ইউজাররা মোট 40 দিনের বৈধতা অফার করে। এছাড়াও এই প্ল্যানে 4GB ডেটা এবং 600 SMS-এর সুবিধা পাবেন গ্রাহকরা। আগে এই প্ল্যানটির বৈধতা ছিল 48 দিন। এই প্ল্যানের ডেটা শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা ডেটা ভাউচার দিয়ে টপ আপ করতে পারবেন।
এই প্ল্যানের পাশাপাশি টেলিকম কোম্পানি 479 প্ল্যানের বৈধতার মেয়াদও কমিয়েছে। 479 এর প্রিপেড প্ল্যানটিতে এখন ইউজাররা পাবেন 48 দিনের বৈধতা। আগে, কোম্পানি এই প্ল্যানে মোট 56 দিনের বৈধতা প্রদান করত।
479 এর প্রিপেড প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 1GB করে ডেটার সুবিধা পান। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং 100টি SMS-এর সুবিধা পেয়ে থাকেন । আগে এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হত এবং 56 দিনের জন্য বৈধতাও দেওয়া হত। এখন ডেটা এবং বৈধতা কমিয়ে এই প্ল্যানটিকেও ব্যয়বহুল করে তুলেছে কোম্পানি।