Advertisment

Vodafone Idea SuperHero Plan: দিনে ১২ ঘন্টা ডেটা ফ্রি! বড় অফারে খেলা ঘোরালো Vi

Vodafone Idea SuperHero Plan: Vodafone তার ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ প্রিপেইড প্ল্যান চালু করেছে। এটি নতুন সুপার হিরো প্ল্যান ব্যবহারকারীদের ১২ ঘন্টার জন্য আনলিমিটেড ডেটার সুবিধা দিচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone India SuperHero Plan

নতুন সুপারহিরো প্ল্যান এনে বাজারে তোলপাড় ফেলল Vodafone Photograph: (ফাইল ছবি)

Vodafone India SuperHero Plan: নতুন সুপারহিরো প্ল্যান এনে বাজারে তোলপাড় ফেলল Vodafone India (Vi)! বিশেষ এই প্ল্যানে মিলবে আনলিমিটেড ডেটা, ডিজনি হটস্টার, অ্যামাজন প্রাইমের মতো সুবিধা। 

Advertisment

Vodafone তার ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ প্রিপেইড প্ল্যান চালু করেছে। এটি নতুন সুপার হিরো প্ল্যান ব্যবহারকারীদের  ১২ ঘন্টার জন্য আনলিমিটেড ডেটার সুবিধা দিচ্ছে। এই প্ল্যানের ইউজাররা রাত ১২ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা ডিজনি + হটস্টার এবং অ্যামাজন প্রাইম লাইটের মতো OTT প্ল্যাটফর্মে পছন্দের কন্টেন্ট উপভোগ করতে পারবেন। 

Vi ৩৫৯৯ টাকার প্ল্যান

এই অ্যানুয়াল প্ল্যানে, ব্যবহারকারী দৈনিক 2GB ডেটার পাশাপাশি 12AM থেকে দুপুর 12PM পর্যন্ত সীমাহীন ডেটা ব্যবহার করতে পারেন। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি  ব্যবহারকারী প্রতিদিন বিনামূল্যে 100SMS পাঠাতে পারবেন। উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট সুবিধাও এই প্ল্যানে অন্তর্ভুক্ত।  

Advertisment

Vi ৩৬৯৯টাকার  প্ল্যান

এই অ্যানুয়াল প্ল্যানে, ব্যবহারকারী দৈনিক 2GB ডেটা  ছাড়াও, 12AM থেকে দুপুর 12PM পর্যন্ত সীমাহীন ডেটা ব্যবহার করতে পারেন। এছাড়া আনলিমিটেড কলিং ফ্রি 100SMS -এর সুবিধা পাবেন। উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট সুবিধা এই প্ল্যানেও পাবেন ইউজাররা। পাশাপাশি ব্যবহারকারী পেয়ে যাবেন পুরো এক বছরের জন্য ডিজনি প্লাস হটস্টার মোবাইল ওটিটি সাবস্ক্রিপশন একেবারে ফ্রি'তে।

Vi ৩৭৯৯টাকার প্ল্যান

এই প্ল্যানে বছরভর বৈধতার পাশাপাশি দৈনিক  2GB ডেটা ছাড়াও 12AM থেকে দুপুর 12টা পর্যন্ত সীমাহীন ডেটার সুবিধা পাবেন ইউজাররা। পাশাপাশি রয়েছে আনলিমিটেড কলিং, 100 ফ্রি SMS, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট সুবিধা এই প্ল্যানে পাচ্ছেন ইউজাররা। এর সঙ্গেই এক  বছরের জন্য Amazon Prime Lite OTT-এর সাবস্ক্রিপশন পাবেন একেবারে ফ্রি।

vi
Advertisment