Advertisment

নতুন রিচার্জে ভোডাফোন; খরচ কম, বৈধতা বেশি দিনের

ভোডাফোন এখন তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন প্ল্যান লঞ্চ করেছে, যা ৮৪ দিনের জন্য ভয়েস কল এবং ডেটা বেনিফিট দেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
vodafone_reuters_new1

কম পয়সা বেশি দিনের রিচার্জে ভোডাফোন

ভোডাফোন সদ্য তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি প্ল্যান লঞ্চ করেছে, যা ৮৪ দিনের জন্য ভয়েস কল এবং ডেটা বেনিফিট দেবে। টেলিকম টকে প্রথম প্রকাশিত হয়েছে ভোডাফোন পরিষেবায় আসছে ২৭৯ টাকার রিচার্জ প্ল্যান। কোম্পানি জানিয়েছে, এত কম দামে তারাই প্রথম বেশি দিনের প্রিপেইড প্ল্যান নিয়ে আসছে এই মুহূর্তে।

Advertisment

এই প্ল্যান অনুসারে, ভোডাফোন তার প্রিপেইড গ্রাহকদের জন্য নির্দিষ্ট সময়কালের মধ্যে রোমিং, লোকাল, এসটিডি ভয়েস কল ব্যবহার করার সুবিধা দিয়েছে। তবে ব্যবহারকারীদের অবশ্যই মনে রাখতে হবে যে ২৭৯ টাকার প্ল্যানে দৈনিক কলের সীমা ২৫০ মিনিট বা সপ্তাহে ১০০০ মিনিট। এছাড়া, প্রিপেইড গ্রাহকগণ এই পরিকল্পনার অধীনে ফোর জিবি  ডেটা পাবেন ৪ জি ও ৩ জি স্পিডে। এরপরে যদি আরও ডেটার প্রয়োজন হয় তাহলে ৪ কেবি ডেটার জন্য খরচ করতে হবে ১০ পয়সা। টেলিকম টক রিপোর্ট অনুযায়ী, পরিকল্পনাটি বর্তমানে কর্ণাটক ও মুম্বাই টেলিকম সার্কেলগুলিতে পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই গোটা ভারতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:৩০০ টাকার কমে দুর্দান্ত রিচার্জ অফার নিয়ে জিও এয়ারটেল

৮৪ দিনের মেয়াদে প্রিপেইড প্ল্যানগুলির রিলায়েন্স জিও এবং এয়ারটেল যথাক্রমে ৪৪৯ এবং ৫০১ টাকার প্ল্যান রয়েছে, যেখানে আনলিমিটেড কলিং সুবিধা ছাড়াও FUP গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে।

৮৪ দিনের জন্য বৈধ, ভোডাফোনের বাকি প্রিপেইড প্ল্যান রয়েছে ৩৯৯ ও ৪৪৮ টাকা। সদ্য লঞ্চ হওয়া ভোডাফোনের এই রিচার্জে পাওয়া যাবে প্রতিদিন ১.৪ দিবি ডেটা ও আনলিমিটেড লোকাল কল / এসটিডি ভয়েস কলিং (এমনকি রোমিং ও ফ্রি) এবং ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা।

Read the full story in English.

vodafone
Advertisment