Advertisment

AC leakage issue: বর্ষায় এসি থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, জানুন 'আসল' কারণ ও 'সহজ' সমাধান

AC leakage issue: বর্ষা এলেই স্প্লিট এসি থেকে ফোঁটা ফোঁটা জল পড়া যেন এক সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জানেন কী এই সমস্যা উপেক্ষা করলে বিকল হতে পারে আপনার সাধের এসি মেশিনটি।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
AC water leackage

বর্ষায় এসি থেকে ফোঁটা ফোঁটা জোল পড়ছে, জানুন 'আসল' কারণ ও 'সহজ' সমাধান


AC leakage issue: বর্ষা এলেই স্প্লিট এসি থেকে ফোঁটা ফোঁটা জল পড়া যেন এক সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জানেন কী এই সমস্যা উপেক্ষা করলে বিকল হতে পারে আপনার সাধের এসি মেশিনটি।  

Advertisment

বর্ষাকালে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকে। সেই কারণে অনেক সময় এসি থেকে জল পড়ার সমস্যা সৃষ্টি হলেও এর পিছনে অনেক প্রযুক্তিগত ত্রুটিও থাকতে পারে । বর্ষা এলেই ঘরে লাগানো স্প্লিট এসি থেকে অনেক সময় ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করে। আর্দ্র আবহাওয়ার কারণে বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, যার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। কিন্তু অনেক সময় এই সমস্যার পিছনে থাকে কিছু প্রযুক্তিগত ত্রুটিও। যেটি সঠিক সময়ে মেরামত না করলে সাধের এসিটি বিকল হয়ে যেতে পারে।

আপনিও সাক্ষী থাকুন বছরের শেষ চন্দ্রগহণের, দেখুন সেই বিষ্ময়কর ভিডিও

সমস্যার কারণ কি?

সাধারণত এসি সার্ভিসিং না করলে এই ধরনের সমস্যা হয়। যদি সময়মতো এসি সার্ভিসিং করা হয় তাহলে এসির ফিল্টার এবং এসির ড্রেনেজ লাইন দুটোই পরিষ্কার থাকে, যার কারণে এসি থেকে যে জল বের হয় তা ড্রেনেজ  পাইপ দিয়ে সরাসরি বাইরে বেরিয়ে যায়। কিন্তু এসির ফিল্টার পরিষ্কার না হলে সময়ে সময়ে এতে উপস্থিত ময়লা স্প্লিট এসির ইনডোর ইউনিটে পড়ে এবং ড্রেনেজ পাইপলাইন ব্লক করে। এ কারণে এসি থেকে জল বেরোতে পারে না। উপচে ঘরেই ফোঁটা ফোঁটা জল পড়ে।

এ ছাড়া এসির ইনডোর ইউনিটের লেভেল ঠিক না থাকলে ড্রেনেজ পাইপে জল না পৌঁছে ঘরেই পড়তে শুরু করে। গ্রীষ্মকালে বাইরে আর্দ্রতা না থাকলে এই সমস্যা দেখা যায় না, তবে বর্ষাকালে এই সমস্যা বেশি দেখা যায়। একই সঙ্গে ড্রেনেজ পাইপ বেঁকে যাওয়ার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, এসি-তে পর্যাপ্ত রেফ্রিজারেন্ট না থাকলেও প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করে এবং ফোঁটা ফোঁটা জলে ঘর ভরে যায়।

'সামান্য' ভুলে বড় বিপদ! ঘন ঘন এসির ফিল্টার পরিষ্কার নয়, জানুন সঠিক সময়

জানুন এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার কী করনীয়?

স্প্লিট এসির ফিল্টার প্রতি তিন মাস অর্থাৎ ৯০ দিন অন্তর পরিষ্কার করতে হবে। তাতে ধুলাবালি ও ময়লা ফিল্টারে আটকে থাকে না এবং ড্রেনেজ পাইপলাইনে ময়লা জমে কোনো সমস্যা হয় না।
এসি ফিল্টার নষ্ট হয়ে গেলে তা বদলে ফেলুন, তা না হলে এসির আরও অনেক সমস্যা হতে পারে।
মাঝে মধ্যে এসির ড্রেন লাইন পরিষ্কার করুন, এতে ড্রেনে আটকে থাকা ময়লা বেরিয়ে আসবে এবং জল নিষ্কাশনের পথ পরিষ্কার হবে।এসির ইনডোর ইউনিটের লেভেল ঠিক না থাকলে টেকনিশিয়ানকে ডেকে অবিলম্বে তা ঠিক করুন। প্রতি দুই-তিন মাস অন্তর এসির ড্রেন লাইনে ভিনেগার ঢালুন, যাতে শেওলা ইত্যাদি জমতে না পারে এবং ড্রেন লাইন পরিষ্কার থাকে।

Air Conditioner Monsoon Hair Care
Advertisment