what does litre mean in fridge : রেফ্রিজারেটরে 'লিটার' বলতে কী বোঝায়, নতুন মডেল কেনার আগে গ্রাহকদের এবিষয়ে জানা কেন গুরুত্বপূর্ণ?
গরমে তুঙ্গে এসির পাশাপাশি রেফ্রিজারেটরের চাহিদা। আজকাল প্রায় সব বাড়িতেই মানুষজন রেফ্রিজারেটর ব্যবহার করেন। গ্রীষ্মে ফ্রিজের চাহিদা আকাশছোঁয়া। আপনিও যদি বাড়ির জন্য নতুন রেফ্রিজারেটর কেনার প্ল্যানিং করেন তাহলে প্রথম যে প্রশ্নটি আসবে সেটি হলো আপনি কত "লিটার" -এর ফ্রিজ কিনবেন? ফ্রিজের ক্ষেত্রে কেন এই লিটার শব্দটি ব্যবহার হয় তা হয়তো এখনও অনেকেই জানেন না। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ফ্রিজের সঙ্গে লিটারের কী সম্পর্ক?
যখনই লিটারের কথা আসে, তখন সাধারণত তরলের কথাই মাথায় আসে। কিন্তু, যখন নতুন রেফ্রিজারেটর কেনার সময় লিটারের কথা আসে, তখন আপনি একবার হলেও ভাবতে পারেন, রেফ্রিজারেটরের ধারণক্ষমতা লিটারে কীভাবে নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে, আজকের এই প্রতিবেদনে জেনে নিনরেফ্রিজারেটরের 'লিটার' বলতে কী বোঝায়?
রেফ্রিজারেটর কেনার সময়, 'লিটার' এমন একটি শব্দ যার মাধ্যমে স্টোরেজ ক্ষমতা বোঝায়। এর মাধ্যমে ফ্রিজ এবং ফ্রিজারের ভিতর কতটা জায়গা খালি আছে, লিটারে (L) পরিমাপ করা হয়। এই পরিমাপটি গুরুত্বপূর্ণ কারণ এটি নির্ধারণ করে যে ফ্রিজে কতটা খাবার এবং পানীয় সংরক্ষণ করা যাবে সেই বিষয়ে আপনার কাছে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। রেফ্রিজারেটর সাধারণ ভাবে বিভিন্ন আকারে আসে, সাধারণত ৫০ লিটার (ছোট ছোট-ফ্রিজ) থেকে শুরু করে ৬০০ লিটারেরও হয়ে থাকে।
১৫০-২৫০ লিটারের মতো ছোট ফ্রিজ একজন সিঙ্গেল পার্সন বা দম্পতির জন্য আদর্শ । মাঝারি আকারের রেফ্রিজারেটর, যার পরিসর ২৫০-৩৫০ লিটারের মধ্যে, ৩-৪ জন সদস্যের ছোট পরিবারের জন্য আদর্শ। বড় পরিবার বা যারা প্রচুর খাবার ফ্রিজে মজুত করেন তাদের ৪০০ লিটার বা তার বেশি ধারণক্ষমতার প্রয়োজন হতে পারে।
লিটার ধারণক্ষমতা জানা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি কোন একটি পরিবারের সঠিক রেফ্রিজারেটর নির্বাচন করতে সাহায্য করে।
দ্বিতীয়ত, ধারণক্ষমতার বাড়লে বেশি শক্তি খরচ হয়। ঠিক সেই কারণে বড় ফ্রিজে বেশি বিদ্যুৎ খরচ হয়, তাই সঠিক আকারের ফ্রিজ বেছে নিলে বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব।
তৃতীয়ত, রেফ্রিজারেটর ছোট হলে, সহজেই তা রান্নাঘরে বা ডাইনিংয়ে সেট করা সম্ভব। খুব বড় রেফ্রিজারেটর রান্নাঘরে অপ্রয়োজনীয় জায়গা দখল করতে পারে এবং শক্তি অপচয় করতে পারে।