Protest Your Smartphone From Rain: বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গেলে কী করবেন আর কী করবেন না? ছোট্ট এই ভুলেই বড় সর্বনাশের আশঙ্কা

Protest Your Smartphone From Rain: বর্ষার পকেটে থাকা স্মার্টফোন ভিজে যাওয়া খুব সাধারণ ঘটনা। কিন্তু ভিজে যাওয়ার পর যদি ভুল পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ছোট্ট এই ভুলেই আপনার শখের স্মার্ট ফোন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।

Protest Your Smartphone From Rain: বর্ষার পকেটে থাকা স্মার্টফোন ভিজে যাওয়া খুব সাধারণ ঘটনা। কিন্তু ভিজে যাওয়ার পর যদি ভুল পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ছোট্ট এই ভুলেই আপনার শখের স্মার্ট ফোন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।

author-image
IE Bangla Tech Desk
New Update
wet phone tips in bengali, ফোন ভিজে গেলে করণীয়, ফোন ভিজে গেলে কী করবেন, বর্ষায় ফোন রক্ষা, স্মার্টফোন ভিজে গেলে করণীয়, ফোন বাঁচানোর উপায়, ফোন রেইন ড্যামেজ সমাধান, wet phone tips in bengali, smartphone safety in rain.

বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গেলে কী করবেন আর কী করবেন না? ছোট্ট এই ভুলেই বড় সর্বনাশের আশঙ্কা

Protest Your Smartphone From Rain: বর্ষার পকেটে থাকা স্মার্টফোন ভিজে যাওয়া খুব সাধারণ ঘটনা।  কিন্তু ভিজে যাওয়ার পর যদি ভুল পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ছোট্ট এই ভুলেই আপনার শখের স্মার্ট ফোন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টিতে স্মার্টফোন ভিজে গেলে আতঙ্কিত না হয়ে জেনে নিন, ঠিক কী কী করবেন এবং কী কী একেবারেই করা উচিত নয়।

Advertisment

কী করবেন

১. ফোন বন্ধ করুন:
যদি ফোন ভিজে যাওয়ার পরও চালু থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন। এতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 

Advertisment

২. সিম এবং মেমোরি কার্ড খুলে ফেলুন:
ফোন বন্ধ করার পর দ্রুত সিম কার্ড এবং মেমোরি কার্ড খুলে ফেলুন, যাতে জল আরও ভিতরে প্রবেশ না করে।

৩. শুকনো কাপড় ব্যবহার করুন:
নরম এবং শুকনো কাপড় দিয়ে ফোনের বাইরের জল আলতো করে মুছে ফেলুন। কোনও ধারালো বা শক্ত জিনিস দিয়ে ঘষবেন না।

৪. চালের ড্রামে রাখুন:
ফোন ২৪ থেকে ৪৮ ঘণ্টা চালের ড্রামের মধ্যে ফোনটি রাখুন। এর ফলে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে।

 কী করবেন না

১. ফোন চালু করার চেষ্টা করবেন না:
ভিজে যাওয়ার পর ফোন নিজে থেকে বন্ধ হয়ে গেলে, একেবারেই তা চালু করার চেষ্টা করবেন না। এতে শর্ট সার্কিট হয়ে ফোন একেবারে নষ্ট হতে পারে।

২. ফোন চার্জে দেবেন না:
ভেজা ফোন চার্জে লাগানো অত্যন্ত বিপজ্জনক। এর ফলে ফোনে আগুন পর্যন্ত ধরে যেতে পারে।

৩. হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না:
অনেকে ভাবেন হেয়ার ড্রায়ারের গরম বাতাসে ফোন শুকিয়ে নেওয়া যাবে। এটা একেবারেই করবেন না। গরম বাতাস ফোনের সার্কিট ও অন্যান্য সংবেদনশীল যন্ত্রাংশের ক্ষতি করতে পারে।

৪. সরাসরি রোদে রাখবেন না:
ভেজা ফোন রোদে রেখে শুকোনোর চেষ্টা করবেন না। অতিরিক্ত গরমে ফোনের ব্যাটারি বা স্ক্রিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভেজা ফোন রক্ষা করতে হলে তাড়াহুড়ো নয়, প্রয়োজন ঠাণ্ডা মাথায় সচেতন পদক্ষেপ। উপরের ধাপগুলি অনুসরণ করলে ফোনকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।

এত কমে আইফোন? অবিশ্বাস্য অফারে লুট প্রিমিয়াম স্মার্টফোন

rain 5G smartPhone