iPhone Prime Day Sale: এত কমে আইফোন? অবিশ্বাস্য অফারে লুট প্রিমিয়াম স্মার্টফোন

iPhone Prime Day Sale: Amazon Prime Day সেলে Apple iPhone 16e, iPhone 15 এবং iPhone 16 Pro Max-এর ওপর চলছে বিশাল ছাড়। iPhone 16e মাত্র ৪৮,৯৯৯ টাকায়, আর iPhone 15 পাওয়া যাচ্ছে ৫৮,৪৯৯ টাকায়! দেখে নিন সম্পূর্ণ অফার লিস্ট।

iPhone Prime Day Sale: Amazon Prime Day সেলে Apple iPhone 16e, iPhone 15 এবং iPhone 16 Pro Max-এর ওপর চলছে বিশাল ছাড়। iPhone 16e মাত্র ৪৮,৯৯৯ টাকায়, আর iPhone 15 পাওয়া যাচ্ছে ৫৮,৪৯৯ টাকায়! দেখে নিন সম্পূর্ণ অফার লিস্ট।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone Prime Day Sale

iPhone Prime Day Sale: iPhone-এ বিরাট ছাড়।

iPhone Prime Day Sale: Amazon Prime Day Sale 2025 শুরু হয়ে গেছে, আর এই সেলেই আপনি পাচ্ছেন Apple-এর জনপ্রিয় iPhone মডেলগুলিতে অবিশ্বাস্য ছাড়! এবারের সেলে iPhone 16e, iPhone 15, iPhone 15 Plus এবং iPhone 16 Pro Max-এর মতো প্রিমিয়াম ফোনগুলি পাওয়া যাচ্ছে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে।   

Advertisment

আপনি যদি অনেকদিন ধরে একটি নতুন iPhone কেনার কথা ভেবে থাকেন, তবে এই সময়টি হতে পারে আপনার কাছে সেরা সুযোগ। Apple-এর মতো প্রিমিয়াম ব্র্যান্ডের প্রোডাক্ট এত কম দামে খুব কমই পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কোন মডেলে কত ছাড় দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন- ২৫ হাজারের ল্যাপটপ এখন ১৭ হাজারে! জলের দামে পান প্রিমিয়াম এক্সপিরিয়েন্স

Advertisment

কোন মডেলে কতটা ছাড়

Apple-এর নতুন iPhone 16e এবছরের শুরুর দিকে বাজারে এসেছে। এটি Apple-এর এন্ট্রি-লেভেল সিরিজ হলেও এতে রয়েছে A16 চিপ, উন্নত ব্যাটারি পারফরম্যান্স এবং স্মার্ট iOS 18 সাপোর্ট। এই মডেলটি এখন ৪৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে – যা এর লঞ্চ প্রাইস ৫৯,৯০০ টাকা থেকে প্রায় ১১,০০০ টাকা কম। যাঁরা প্রথমবার iPhone ব্যবহার করতে চান কিংবা একটি ভালো মানের প্রিমিয়াম ফোন খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ অপশন।

আরও পড়ুন- এইডসের আর্থিক সাহায্য বন্ধ হলে ২০২৯ সালের মধ্যে মৃত্যু হতে পারে ৪০ লক্ষ মানুষের! চরম সংকটে ভারত

iPhone 15 ছিল গত বছরের অন্যতম সেরা হ্যান্ডসেট। এতে রয়েছে ৬.১ ইঞ্চি Super Retina XDR ডিসপ্লে, A16 বায়োনিক চিপসেট, এবং শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। সেল চলাকালীন এই ফোনের ১২৮GB সংস্করণ পাওয়া যাচ্ছে মাত্র ৫৮,৪৯৯ টাকায়। ব্যাংক অফার ছাড়া এই দামে iPhone 15 পাওয়া এক কথায় অসম্ভব। যাঁরা ক্যামেরা, গেমিং এবং মাল্টিটাস্কিং পছন্দ করেন – তাঁদের জন্য এটি আইডিয়াল।

আরও পড়ুন- উপবাস না করেও উপবাসের সুফল পেতে চান? ফলো করুন এই ডায়েট

iPhone 16 Pro Max হল Apple-এর সবচেয়ে উন্নত এবং প্রিমিয়াম ফোন। এটি মূলত প্রফেশনাল ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে টাইটানিয়াম ফিনিশ, A18 Pro চিপ, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ProMotion 120Hz ডিসপ্লে। এই ফোনের ২৫৬GB ভ্যারিয়েন্টের দাম সাধারণত ১,৪৪,৯০০ টাকা হলেও, এখন পাওয়া যাচ্ছে মাত্র ১,৩৩,৯০০ টাকায় – অর্থাৎ ১১ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে!

আরও পড়ুন- দীর্ঘসময় ঠান্ডা থাকবে ঘর, হুড়মুড়িয়ে কমবে বিদ্যুৎ বিল! বাড়বে AC-র আয়ু, ৬ সেরা টিপসেই বাজিমাত

SBI ও ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়। No Cost EMI-র সুবিধা আছে প্রায় সব মডেলে। এক্সচেঞ্জ অফারে পাচ্ছেন ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়। পুরোনো ফোন দিলে আরও কম দামে নতুন iPhone কেনার সুযোগ পাবেন। Apple-এর অফিশিয়াল পার্টনার Amazon থেকে নিশ্চিন্তে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন এই সেলে। এখানে প্রাইম মেম্বারদের জন্য এক্সক্লুসিভ প্রাইসের সুবিধা আছে। EMI ও ফাইনান্সিং সুবিধা আছে। বিশ্বাসযোগ্য ওয়ারেন্টি ও সার্ভিস সাপোর্টও মিলবে। স্টক শেষ হওয়ার আগে অর্ডার করলে দ্রুত ডেলিভারি পাবেন।

এই ফোনের প্রতিটি মডেলের ডিসকাউন্ট আলাদা, তাই আপনার প্রয়োজন অনুযায়ী মডেল বেছে নিন। ব্যাংক অফার শুধুমাত্র নির্বাচিত কার্ডে প্রযোজ্য। প্রাইম মেম্বারশিপ না থাকলে এই অফার অ্যাক্সেস করা সম্ভব হবে না। এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের অবস্থা ও ব্র্যান্ডের ওপর। 

Amazon Prime Day Sale 2025 হল iPhone কেনার এক দুর্দান্ত সুযোগ। যাঁরা প্রিমিয়াম ফোন চান, কিন্তু বাজেট সীমিত – তাঁদের জন্য এবার একাধিক মডেলে দারুণ ছাড় থাকছে। iPhone 16e থেকে শুরু করে iPhone 16 Pro Max পর্যন্ত প্রতিটি মডেলে রয়েছে দাম ছাড়ের সুবিধা। 

iphone sale Prime Day