Advertisment

WhatsApp Sticker Reaction: নবরূপে হোয়াটসঅ্যাপ

WhatsApp Sticker Reaction: শুধু নতুন স্টিকারই নয়। সঙ্গে থাকবে নতুন অনেক GIFও। Lol, Love, Sad, এবং Wow এই চার ধরনের স্টিকার প্যাক থাকবে হোয়াটসঅ্যাপে। কিবোর্ডেই পাওয়া যাবে এই স্টিকার অপশনগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
whatsapp new update

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

ক্যালিফোর্নিয়ার সান হোসে অনুষ্ঠিত F8 ডেভেলপার কনফারেন্সে হোয়াটসঅ্যাপের আপকামিং নানা ফিচার সম্পর্কে বিশদ আলোচনা হয়েছিল। সেখানেই জানা গিয়েছিল ঢেলে সাজানো হতে চলেছে হোয়াটসঅ্যাপকে। ভিডিও কলের সঙ্গে থাকবে নানা ধরনের রিঅ্যাকশন ফিচার স্টিকার যেমনটি ঠিক দেখা যায় ফেসবুক ম্যাসেঞ্জারে। WABetaInfo প্রকাশিত তথ্য অনুযায়ী কিছুদিনের মধ্যে নতুন আপডেটেই ঢুকে পড়বে বেশ কয়েকটি ফিচার।

Advertisment

শুধু নতুন স্টিকারই নয়। সঙ্গে থাকবে নতুন অনেক GIFও। এত দিন  GIF শুধুমাত্র পাঠানোর ক্ষেত্রেই ব্যবহার করা যেত, নতুন আপডেটে সেগুলি ডাউনলোডও করে রাখা যাবে।  Lol, Love, Sad, এবং Wow এই চার ধরনের স্টিকার প্যাক থাকবে হোয়াটসঅ্যাপে। কিবোর্ডেই পাওয়া যাবে এই স্টিকার অপশনগুলি। সেই অপশনে গিয়ে ক্লিক করলেই প্রথম ধাপে খুলে যাবে স্টিকারের চারটি বিভাগ। যে কোনও একটি বিভাগে ঢুঁ মেরে সেখান থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দসই মুখভঙ্গি।

আরও পড়ুন :WhatsApp group video: হোয়াটসঅ্যাপ ভিডিও কল করুন ৪ জনে

বিটা ভার্সনে হোয়াটসঅ্যাপের শেষ আপডেটে কনফারেন্স কল থেকে গ্রুপ ভিডিও সবটাই সম্ভব হবে। খুব শীঘ্রই অন্য হোয়াটসঅ্যাপে ভার্সনেও ঢুকে পড়বে এই ফিচার, এমনটাই জানিয়েছে ফেসবুক। উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, সব অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে গ্রুপ ভিডিও ও কনফারেন্স কলের সুবিধা। কয়েকদিন আগেই  ক্যালিফোর্নিয়ার সান হোসে অনুষ্ঠিত F8 ডেভেলপার কনফারেন্সে ঘোষণা করা হয়েছিল এই ফিচারের কথা। একজনকে কল করার পর  ‘Add participant’  আইকনে ক্লিক করলেই বাকিদেরও গ্রুপ ভিডিওতে অ্য়াড করতে পারবেন আপনি।  ভিডিও কলিংয়ের সময়ে আপনার কল লিস্ট থেকেই বেছে নিতে হবে অন্যদের। কলের শুরুতে প্রথমে প্রোফাইলের ছবি দেখা যাবে, অন্যপ্রান্তে থাকা ব্যক্তি কল রিসিভ করলে প্রোফাইল পিকচার সরে গিয়ে তাঁকেই দেখা যাবে। ভিডিও কলিংয়ে আলাপরত চারজনই নিজেদের সেটের চারটি উইনডোয় একে অপরকে দেখতে পাবেন।

Whatsapp
Advertisment