Advertisment

কঠোর করা হল নিরাপত্তা, হ্যাক থেকে রেহাই পেতে আপডেট করুন হোয়াটসঅ্যাপ

নতুন আপডেটেড ভার্সনের অন্যের প্রোফাইল ছবি ডাউনলোড করতে পারবেন না। তবে গ্রুপ ইমেজের ক্ষেত্রে গ্রুপ প্রোফাইল গ্যালারি তে সেভ করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি হোয়াটসঅ্যাপ মুক্তি করেছে নতুন ভার্সন 2.19.143

কদিন ধরেই হোয়াটসঅ্যাপের কপালে ভাঁজ পড়েছিল, ইজরায়েল হ্যাকাররা তাদের কঠোর নিরাপত্তা ভেঙে ঢুকে পড়েছে। উপায় হিসাবে বেছে আপডেট করার সিদ্ধান্ত নেয় হোয়াটসঅ্যাপ।

Advertisment

সম্প্রতি হোয়াটসঅ্যাপ মুক্তি করেছে নতুন ভার্সন 2.19.143। যেখানে আরও কঠোর করা হয়েছে নিরাপত্তা। হোয়াটস্অ্যাপ বিসনেজ ভার্সনকেও আপডেট করা হয়েছে। এই নতুন ভার্সনে থাকছে আপনার প্রোফাইল প্রোটেক্ট করার জন্য কিছু ফিচার।

আরও পড়ুন: ভয়েস কলিং দিয়ে হ্যাক হচ্ছে আপনার ফোন, এখনই আপডেট করুন হোয়াটসঅ্যাপ

নিরাপত্তার বেড়াজাল টপকে ঢুকে পড়েছে ইজরায়েলি হ্যাকাররা। মূলত ভয়েস কলিংয়ের মাধ্যমে আপনার ফোনে ঢুকছে তারা। যখনই রিসিভ করছেন হোয়াটসঅ্যাপ ভয়েস কল, তখনই আপনার স্মার্টফোনে ইনস্টল হয়ে যাচ্ছে হ্যাকিংয়ের স্পাইওয়্যার। যার মাধ্যমে হ্যাকাররা আপনার গোপন তথ্য চুরি করে নিচ্ছে। নাম উঠে এসেছে, ইজরায়েলি সাইবার অস্ত্র বিপণন সংস্থা NSO গ্রুপের। তাদের তৈরি কোড ব্যবহার করেই এই হ্যাকিং বলে অভিযোগ।

Advertisment

আরও পড়ুন: Review: কেন কিনবেন ওয়ান প্লাস সেভেন প্রো ?

নতুন আপডেটেড ভার্সনের অন্যের প্রোফাইল ছবি ডাউনলোড করতে পারবেন না। তবে গ্রুপ ইমেজের ক্ষেত্রে গ্রুপ প্রোফাইল গ্যালারি তে সেভ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে স্টিকার নোটিফিকেশন প্রিভিউ ফিচার। আপনার বন্ধু যদি হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো স্টিকার পাঠায়, তাহলে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠাবে, “Sticker”। কাজেই , সেই মেসেজ না খুলেই বুঝে যাবেন আপনাকে স্টিকার পাঠিয়েছে।

Read the full story in English

Advertisment