scorecardresearch

Womens Day 2019: নারীদিবস উদযাপনে সামিল অ্যান্ড্রয়েড, iOS

WhatsApp Sticker Packs on Womens Day 2019: আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ করে নতুন স্টিকার তৈরি করল হোয়্যাটসঅ্যাপ। সবটাই নারীদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে।

Womens Day 2019 WhatsApp Stickers, Stickers for WhatsApp
বেশিরভাগ স্টিকারই মিলছে অ্যান্ড্রয়েডে।

WhatsApp Stickers for Womens Day 2019: ৮ মার্চ, আন্তর্জাতিক নারীদিবসকে মাথায় রেখে এবং অনুপ্রাণিত হয়ে হোয়্যাটসঅ্যাপ নতুন স্টিকার নিয়ে এল। তবে বেশিরভাগ স্টিকারই পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েডে, কিছু মিলছে iOS এ। শ্রেয়া ডুডলস স্টিকার প্যাক তৈরি করেছেন মহিলা শিল্পী শ্রেয়া। হোয়্যাটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ইউজারসদের জন্য শ্রেয়া তৈরি করেছেন স্টিকার, তিনি একজন ভারতীয়ও বটে। ইনস্টাগ্রামে এই ডুডলস আর্টিস্টের ফলোয়ার দু’লক্ষ বারো হাজারের বেশি।

হোয়্যাটসঅ্যাপের প্রোডাক্ট ডিজাইনার আলিসা কে আবার সল্টি স্টিকার প্যাকের নির্মাতা। মানুষের অভিব্যক্তি থেকেই অনুপ্রাণিত হয়ে শিল্পী স্টিকারগুলো তৈরি করেছেন। তাঁর বন্ধু ও পরিচিতদের প্রত্যেকদিনের আবেগ দেখে বুঝেই সামনে এনেছেন এই প্যাক। এই স্টিকার প্যাক অ্যান্ড্রয়েড ও iOS- উভয় ইউজারই ব্যবহার করতে পারবেন।

হোয়্যাটসঅ্যাপের প্রোডাক্ট ডিজাইনার আলিসা কে আবার সল্টি স্টিকার প্যাকের নির্মাতা। মানুষের অভিব্যক্তি থেকেই অনুপ্রাণিত হয়ে শিল্পী স্টিকারগুলো তৈরি করেছেন। তাঁর বন্ধু ও পরিচিতদের প্রত্যেকদিনের আবেগ দেখে বুঝেই সামনে এনেছেন এই প্যাক। এই স্টিকার প্যাক অ্যান্ড্রয়েড ও iOS- উভয় ইউজারই ব্যবহার করতে পারবেন। বহুমুখীপ্রতিভার নারীদের সংকলনে এই স্টিকার প্যাক সুন্দর ও সাহসী। অ্যান শেনের মস্তিষ্কপ্রসূত এটি, তিনিই রয়েছেন স্টিকার ডিজাইন ও অলংকরণের নেপথ্যে।

আরও পড়ুন, আন্তর্জাতিক নারী দিবসে সাধের ফোন সাধ্যের দামে

নারীবাদী ও দিবুজান্ডো লস দিয়স স্টিকার প্যাক শুধুমাত্র পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। নারীবাদী প্যাকে পাওয়া যাচ্ছে ওয়ান্ডার ওম্যান স্টিকার, মায়া অ্যাঞ্জেলোর কোট এবং আরও অনেক কিছু। দিবুজান্ডো লস দিয়স প্যাক তৈরি করেছেন মেক্সিকান শিল্পী মায়ুলি। শুভেচ্ছা জানাতে হোয়্যাটসঅ্যাপের স্টিকার বেশ জনপ্রিয়। ভারতে এই অ্যাপ ব্যবহার করেন ২৫০ মিলিয়ন মানুষ। ২০১৮ তে ‘কীভাবে হোয়্যাটসঅ্যাপে স্টিকার পাঠানো যায়’ সংক্রান্ত সার্চ সবথেকে বেশি ছিল। গুগলের নিরিখে তো বার্ষিক সার্চ ২০১৮ এটাই ছিল। প্রসঙ্গত, গতবছর দিপাবলীতে হোয়্যাটসঅ্যাপে স্টিকারের সুবিধা এসেছে।

Read the full story in English 

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Whatsapp has unveiled a list of stickers created by and inspiring women for international womens day81155