WhatsApp night mode: WhatsApp-এর সবচেয়ে অবাক করা ফিচার! রাতের অন্ধকারে পান চাঁদের মত উজ্জ্বল ছবি

WhatsApp night mode: WhatsApp এবার তার অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন 'নাইট মোড' ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে লো-লাইট ফটোগ্রাফি আরও উন্নত হবে।

WhatsApp night mode: WhatsApp এবার তার অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন 'নাইট মোড' ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে লো-লাইট ফটোগ্রাফি আরও উন্নত হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
WhatsApp night mode, WhatsApp Android update, low light photography, WhatsApp new feature, WABetaInfo report, WhatsApp Beta v2.25.22.2, camera night mode, moon icon WhatsApp, WhatsApp beta testers, WhatsApp camera improvement, WhatsApp photography feature, WhatsApp low light photos

WhatsApp-এর সবচেয়ে অবাক করা ফিচার! রাতের অন্ধকারে পান চাঁদের মত উজ্জ্বল ছবি

WhatsApp night mode:  WhatsApp এবার তার অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন 'নাইট মোড' ফিচার আনতে চলেছে, যার মাধ্যমে লো-লাইট ফটোগ্রাফি আরও উন্নত হবে। WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp Beta for Android-এর  v2.25.22.2 ভার্সনে এই ফিচারটি প্রথম দেখা গেছে।

Advertisment

ঝড়ের বেগে শুরু বিক্রি! আইফোনে ধুঁয়াধার অফার, Amazon সেলেই হোক শখপূরণ

নাইট মোড কীভাবে কাজ করে?
নতুন আপডেটে ক্যামেরা ইন্টারফেসে টপ-রাইট কর্নারে একটি moon আইকন যুক্ত হয়েছে, ফ্ল্যাশ আইকনের পাশে। এই আইকনে ট্যাপ করলেই 'নাইট মোড' চালু বা বন্ধ করা যাবে। এটি একটি ম্যানুয়াল মোড — অর্থাৎ, এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, ব্যবহারকারীকে নিজেই চালু করতে হবে।

Advertisment

নাইট মোড কী করবে?
এটি সফটওয়্যার-ভিত্তিক একটি ইমেজ প্রসেসিং টুল, যার মাধ্যমে কম আলোতে উঠবে দুর্দান্ত ছবি।এই মোড ইনডোর ফটোগ্রাফি বা রাতের অন্ধকারে ছবি তোলার জন্য বিশেষভাবে কার্যকর।

জিওর অফারে ঘুম উড়ল এয়ারটেল-ভি-র এখন ৬ মাস সবকিছুই বিনামূল্যে! সঙ্গে ৫০০ জিবি ডেটা ফ্রি

কারা ব্যবহার করতে পারবে এই ফিচার?
বর্তমানে এটি Google Play Beta প্রোগ্রামের নির্দিষ্ট কিছু বিটা টেস্টারদের জন্য উপলব্ধ।

WABetaInfo জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হতে পারে।

 সীমাবদ্ধতাও আছে

  • সম্পূর্ণ অন্ধকার বা খুব কম আলোয় তোলা ছবিতে মাত্রা অনুযায়ী সামান্য উন্নতি দেখা যাবে।
  • এটি প্রফেশনাল নাইট ফটোগ্রাফি-র বিকল্প নয়।
  • খুব বেশি ব্রাইটনেস বা ডিটেলস আশা করা ঠিক হবে না।

শুরু হল OnePlus-এর ধামাকা সেল!দুর্দান্ত ছাড়ে OnePlus 13 সিরিজ থেকে, Nord 5, Pad Lite কেনার বাম্পার সুযোগ

Whatsapp