iPhone Deal: ঝড়ের বেগে শুরু বিক্রি! আইফোনে ধুঁয়াধার অফার, Amazon সেলেই হোক শখপূরণ

iPhone Deal: অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল ২০২৫ শুরু হয়ে গিয়েছে। এই বিশেষ সেলে iPhone 15, iPhone 16, iPhone 16 Pro এবং সদ্য লঞ্চ হওয়া iPhone 16e–এর ওপর মিলছে আকর্ষণীয় ছাড়। ছাড়ের পাশাপাশি থাকছে ব্যাঙ্ক অফার ও আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস

iPhone Deal: অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল ২০২৫ শুরু হয়ে গিয়েছে। এই বিশেষ সেলে iPhone 15, iPhone 16, iPhone 16 Pro এবং সদ্য লঞ্চ হওয়া iPhone 16e–এর ওপর মিলছে আকর্ষণীয় ছাড়। ছাড়ের পাশাপাশি থাকছে ব্যাঙ্ক অফার ও আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস

author-image
IE Bangla Tech Desk
New Update
Amazon Great Freedom Festival Sale 2025, iPhone 15 deal, iPhone 16 price, iPhone 16 Pro discount, iPhone 16e offer, SBI card offer, iPhone exchange bonus, Apple sale Amazon, best iPhone deals 2025, iPhone 15 discounted price, iPhone 16 Pro EMI, Amazon India tech deals, festival smartphone sale

আইফোনে ধুঁয়াধার অফার!

iPhone Deal: আইফোনে ধুঁয়াধার অফার! Amazon Great Freedom Festival Sale 2025-এ জলের দরে আইফোন কেনার বিরাট সুযোগ। iPhone 15 থেকে 16 Pro – একনজরে দেখে নিন অফার। চোখ কপালে উঠতে বাধ্য। 

Advertisment

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল ২০২৫ শুরু হয়ে গিয়েছে। এই বিশেষ সেলে iPhone 15, iPhone 16, iPhone 16 Pro এবং সদ্য লঞ্চ হওয়া iPhone 16e–এর ওপর মিলছে আকর্ষণীয় ছাড়। ছাড়ের পাশাপাশি থাকছে ব্যাঙ্ক অফার ও আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস।

লঞ্চের আগেই তোলপাড়! ১৫ হাজারেই মিলবে ল্যাপটপ? JioBook-কে জোর টক্কর

Advertisment

iPhone 15:
128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ iPhone 15 অ্যামাজনে লিস্টেড হয়েছে মাত্র 59,999 টাকায়। ২০২৪ সালে এটি লঞ্চ হয়েছিল 79,900 টাকায়। SBI কার্ডে মিলছে 1,000 পর্যন্ত ছাড়। পাশাপাশি এক্সচেঞ্জ অফারে আপনি আপনার পুরনো মডেলের হ্যান্ডসেটে পেয়ে যান 47,200 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়।

iPhone 16e:
128GB ভ্যারিয়েন্টের দাম এখন 49,999 টাকা। এই মডেলটি লঞ্চ হয় 59,900 টাকায়। ব্যাঙ্ক অফারে মিলছে 1,000 ছাড়। এক্সচেঞ্জ বোনাসে আপনি পেয়ে যান 47,200 পর্যন্ত ছাড়।

প্যান কার্ডের নামে ভয়ঙ্কর প্রতারণা! অজানে মুহূর্তে গায়েব হবে টাকা, কীভাবে সুরক্ষিত থাকবেন?

iPhone 16:
128GB মডেলের দাম কমে হয়েছে 72,400। ব্যাঙ্ক অফারে পেয়ে যান 2,750 ছাড়। পুরনো মডেলে পেয়ে যান  50,200 টাকা পর্যন্ত ছাড়। 

iPhone 16 Pro:
128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে 1,10,900 টাকায়। iPhone 16 Pro মডেলটি লঞ্চ হয়  1,19,900 টাকায়। SBI কার্ডে পেয়ে যান 1,750 টাকার  ছাড়। এক্সচেঞ্জ বোনাসে পেয়ে যান 50,200 টাকা পর্যন্ত ছাড়। 

এই সেল অ্যাপল প্রেমীদের জন্য এককথায় দুর্দান্ত সুযোগ। অফার সীমিত সময়ের জন্য, তাই সেরা ডিল পেতে তাড়াতাড়ি বুক করুন আপনার সাধের আইফোন।

পিন ছাড়াই UPI পেমেন্ট? কীভাবে কাজ করবে নয়া পদ্ধতি?

iphone apple iPhone