Advertisment

হোয়াটসঅ্যাপের যাবতীয় তথ্য এবার আপনার কাছেই থাকবে সুরক্ষিত, জেনে নিন কী ভাবে?

নতুন ফোন কিনলে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ কী হবে তা নিয়েঅনেকেই চিন্তিত থাকেন। জেনে নিন কী ভাবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপকে রিস্টোর করে রাখবেন আপনার নতুন ফোনে । 

author-image
IE Bangla Web Desk
New Update
how-to-restore-transfer-whatsapp-data-backup

কেমন ভাবে খুঁজে পাবেন আপনার ব্যাকআপ ফাইল?

হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে এখন আর স্মার্টফোনও লাগেনা। প্রায় সকলেরই দৈনন্দিনতার সঙ্গে যুক্ত হয়ে গেছে এই মেসেজিং অ্যাপটি। এখন শুধু মেসেজ চালাচালি নয়,  হোয়াটসঅ্যাপে প্রচুর দরকারি ফাইলও দেওয়া নেওয়া হয় এখন। ফলে ফোন খারাপ হলে বা চুরি হলে শিয়রে শমন। কিন্তু এ সমস্যার সুরাহা হতে চলেছে খুব শীঘ্রই। এখন খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে  থাকা ফাইলের ব্যাক আপ।

Advertisment

আরও পড়ুন :হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই আসতে চলেছে কনফারেন্স ভিডিও কলের সুবিধা

কেমন ভাবে খুঁজে পাবেন?

গুগল ড্রাইভে  রিস্টোর করে রাখতে পারেন আপনার ফোনের সমস্ত ফাইল। ফোন কাছে না থাকলেও আপনার মেল আই ডি দিয়ে ড্রাইভ খুলে পেয়ে যাবেন আপনার দরকারি ফাইল।

১) আপনার ফোনে প্রথমে গুগল ড্রাইভ ডাউনলোড করুন। একইসঙ্গে ইনস্টল করুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপটি খুলে আপনার ফোন নাম্বার দিয়ে নির্দেশ অনুযায়ী সেটআপ করুন আপনার অ্যাকাউন্ট।

২)আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে আপনার  গুগল ড্রাইভের সঙ্গে আপনাআপনিই সংযোগ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি। ‘Restore' ক্লিক করলেই সমস্ত কিছু নিজের থেকেই সেভ হয়ে যাবে।

আরও পড়ুন : আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ আনল এই নতুন ফিচারটি

যে নাম্বার দিয়ে গুগল ড্রাইভ খুলবেন সেই নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট তৈরি করুন। পাশাপাশি খেয়াল রাখবেন আপনার এস ডি কার্ডটি যেন খারাপ না হয়ে যায়। কারণ এসডি কার্ড খারাপ হয়ে গেলে ব্যাকআপ পেতে অসুবিধা হবে।

whatsapp-backup-transfer কেমন ভাবে রিস্টোর করবেন হোয়াটসঅ্যাপ ব্যাকআপ?

কেমন ভাবে লোকালি স্টোর করবেন হোয়াটসঅ্যাপ ব্যাকআপ?

১) আপনার নতুন ফোনে যদি ফাইল ম্যানেজার না থাকে, তাহলে ডাউনলোড করুন ফাইল ম্যানেজার, সেখানে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপ দেখতে পারবেন ফোন মেমোরির মধ্যে।

২) যদি আপনার ডেটা ফোন মেমোরিতে সেভ থাকে, তাহলে তা ইন্টারনাল স্টোরেজ বা মেইন স্টোরেজ হিসেবে রিড করবে।

৩) msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 থেকে msgstore.db.crypt12 অন্য নাম দিয়ে ব্যাকআপ ফোল্ডার করে রাখতে পারেন।

৪)আনইনস্টল করে আবার  ইন্সটল করুন হোয়াটসঅ্যাপ। এবার যখন আপনার অ্যাকাউন্টটি সেট করবেন তখন “Restore” ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার আগের স্টোরেজ ব্যাকআপ।

আরও পড়ুন :হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান, এই ভার্সনটি থেকে দুরে থাকুন

যারা উইনডোজ ফোন ব্যবহার করেন তারা ব্যাকআপ অ্যাসোসিয়েট হিসেবে ওয়ানড্রাইভ ব্যবহার করেন। সেখানে একবার পরখ করে নেবেন হোয়াটসঅ্যাপ ব্যাকাপের সুবিধা আছে কিনা! WhatsApp > More > Settings > Chats and calls > Backup এই পদ্ধতিতে ব্যাকআপ করে রাখতে পারবেন ইউজাররা।

Whatsapp
Advertisment