Advertisment

চোখে পড়েছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার?

সদ্য হোয়াটসঅ্যাপের ওয়েব সেকশনে চালু করা হয়েছে Picture-in-Picture মোড । কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে এই ফিচারের দেখা মিলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নতুন ফিচার হোয়াটসঅ্যাপে

নতুন বছরের আগেই হোয়াটসঅ্যাপকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বৃহত্তম সোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। বেশ কিছুদিন ধরে একের পর এক নতুন ফিচার লঞ্চ করছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক ও ইনস্টাগ্রামের মজাদার বেশ কয়েকটি ফিচার ইতিমধ্যেই ঢুকে পরেছে হোয়াটসঅ্যাপের ময়দানে।

Advertisment

হোয়াটসঅ্যাপের ওয়েব সেকশনে সদ্য চালু করা হয়েছে Picture-in-Picture মোড। কয়েকদিন আগেই অবশ্য হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে এই নতুন ফিচারের দেখা মিলেছিল।

আরও পড়ুন: বিভ্রান্তি দূর করতে ফেক রিভিউ মুছে ফেলল গুগল

ওয়েব সাইলেন্ট ভার্সন 0.3.1846-তে সম্প্রতি ইউজাররা ব্যবহার করতে পারছেন 'Picture-in-Picture মোড' ফিচার। সংস্থা জানিয়েছে, এরজন্য কোনও আপডেটের প্রয়োজন নেই। যখন ব্যবহারকারী অ্যাপ্লিকেশানের ওয়েব ভার্সনে লগ ইন করবে, তখনই যেকোনো ভিডিওর ওপর দেখা যাবে সদ্য লঞ্চ হওয়া ফিচারের চিহ্ন। ফরওয়ার্ড বা শেয়ার করা হয়েছে এমন ভিডিওর ক্ষেত্রে এই ফিচার চোখে পরবে।

আরও পড়ুন: শিশু পর্নোগ্রাফিতে কড়া নিষেধাজ্ঞা হোয়াটসঅ্যাপের

এখন প্রশ্ন Picture-in-Picture মোড আসলে কী ?

এই ফিচারটি ব্যবহার করতে হলে, কম্পিউটারর মাধ্যমে লগ ইন করতে হবে। হোয়াটসঅ্যাপ ওয়েব পোর্টাল ওপেন করলে স্ক্রিনের বাম দিক ঘেঁষে থাকবে ভিডিওটির প্লে স্ক্রিন। সেইসঙ্গে আপনি অন্য কথোপকথন ও প্রয়োজনীয় কাজও সেরে ফেলতে পারবেন। এই সুবিধা আপাতত ইউটিউব ও ফেসবুকের ক্ষেত্রে পাওয়া যায়।

Read the full story in English

Whatsapp
Advertisment