Whatsapp Scams Awareness: WhatsApp বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপ এবং এটি কোটি কোটি মানুষ ব্যবহার করেন। সর্বাধিক জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হওয়ার কারণে হোয়াটসঅ্যাপ সবসময় সাইবার অপরাধীদের টার্গেটে থাকে। হোয়াটসঅ্যাপে বর্তমানে সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে ভিডিও কলিং স্ক্যাম। অপরিচিত নম্বর থেকে প্রতারকরা মানুষকে ভিডিও কল করে সেই ভিডিও এডিট করে ব্ল্যাকমেইল করে। এই প্রতিবেদনে আমরা হোয়াটসঅ্যাপের কিছু স্ক্যাম সম্পর্কে জানাব, যেগুলি সম্পর্কে আপনাকে সচেতন হওয়া উচিত।
কী WhatsApp স্ক্যাম?
হোয়াটসঅ্যাপ স্ক্যাম এক প্রকারের প্রতারণা, যেখানে মানুষকে বিভ্রান্ত করে বা ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়। হোয়াটসঅ্যাপ স্ক্যাম যে কারও সঙ্গেই যেকোনও সময় ঘটতে পারে। এই স্ক্যাম বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে, তবে ভারতে এটি অন্যান্য দেশের তুলনায় বেশি কারণ ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।
হোয়াটসঅ্যাপ স্ক্যাম থেকে বাঁচার উপায়
১. অপরিচিত নম্বর থেকে আসা কল এড়িয়ে চলুন: অপরিচিত নম্বর থেকে আসা ফোন কল কখনওই রিসিভ করবেন না। বর্তমানে প্রতারকরা মানুষের হোয়াটসঅ্যাপ নম্বরে বারবার কল করে থাকে। ভিডিও বা অডিও কলগুলি রিসিভ না করাই ভাল।
২. ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না: হোয়াটসঅ্যাপে আসা কোনও কলারের সঙ্গে নিজের ব্যক্তিগত বা ব্যাংকের তথ্য শেয়ার করবেন না, এমনকি যদি তিনি পরিচিতও হন।
আরও পড়ুন এই তিন সস্তার 'সুপারহিট' প্ল্যানেই বড় চমক জিও'র , ২০০ টাকারও কমে এবার অফারের সুনামি
৩. এমার্জেন্সি ফাঁদ থেকে দূরে থাকুন: সাধারণত প্রতারকরা এমার্জেন্সির অজুহাতে সাহায্য চায়। তাঁরা দাবি করে যে দুর্ঘটনা ঘটেছে এবং ফোন বন্ধ, তাই অন্য নম্বর থেকে ফোন করা হয়েছে। এমন মানুষদের থেকে দূরে থাকুন।
৪. লিংকে ক্লিক করা এড়িয়ে চলুন: হোয়াটসঅ্যাপে আসা কোনও ওয়েব লিংকে কখনওই ক্লিক করবেন না। এতে আপনার ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ঢুকে যেতে পারে, যা দিয়ে আপনার তথ্য চুরি হতে পারে।
৫. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন: হোয়াটসঅ্যাপ স্ক্যাম থেকে বাঁচতে আপনার অ্যাপে 2FA সক্রিয় রাখুন। এর ফলে, কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার চেষ্টা করে, তবে সফল হবে না।
আরও পড়ুন দীর্ঘ প্রতীক্ষার অবসান! কোটি কোটি গ্রাহকের স্বপ্ন পূরণ, চালু হল 5G সার্ভিস
৬. অপরিচিত লোকদের থেকে দূরে থাকুন: অপরিচিত মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং বা কথোপকথন থেকে বিরত থাকুন। তাঁরা আপনাকে ফাঁদে ফেলে প্রতারণা করতে পারে। এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে ব্লক করুন।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন! 🚨