হোয়াটস্অ্যাপের মাধ্যমে গুজব ছড়ানো আটকাতে ওই সংস্থাকে দেওয়া ভারত সরকারের চিঠির উত্তর দিল এই সংস্থা। চিঠিতে তারা জানিয়েছে, “ভারতে ভয়াবহ হিংসার ঘটনায় আমরাও আপনাদের মতোই আলোড়িত,এবং আপনাদের তোলা গুরুত্বপূর্ণ বিষয়গুলির দ্রুত জবাব দিতে চাইছি। আমরা মনে করি, এই চ্যালেঞ্জের বিরুদ্ধে সরকার,নাগরিক সমাজ ও প্রযুক্তি সংস্থাকে একযোগে কাজ করতে হবে।” গত ২ জুলাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন মেসেজ ছড়িয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ওই সংস্থাকে চিঠি দেয় এ দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
আরও পড়ুন : Whatsapp- অ্যাডমিনদের হাতে ক্ষমতা দিচ্ছে অ্যাপ, ক্ষমতা ছাঁটছে প্রশাসন
সংস্থার তরফ থেকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখেই এই অ্য়াপ তৈরি করা হয়েছে। এই অ্যাপে খুব সহজেই কাউকে ব্লক করে দেওয়া যায়। একই সঙ্গে, গ্রুপ চ্যাটের মাধ্যমে গুজব ছড়ানো আটকাতে গ্রুপ অ্যাডমিনদের হাতে পূর্ণ ক্ষমতা দেওয়ার নতুন ফিচারের কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এছাড়াও ভারতের জন্য বিশেষ কিছু পরিকল্পনার কথাও জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কোনও মেসেজ যিনি পাঠাচ্ছেন, সেটা তাঁর নিজের কম্পোজ করা, নাকি শুধুই ফরোয়ার্ড করা, তা বুঝতে পারবেন মেসেজের প্রাপক। মিথ্যে খবরের প্রচার ঠেকাতে ভারতের বিশেষজ্ঞদের নিয়ে নতুন কাজের পরিকল্পনার কথাও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
ভুয়ো খবর ও গুজব আটকাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারীদের প্রশিক্ষণমূলক পোস্ট দেওয়ার কথাও ভাবনায় আছে সংস্থার।
https://platform.twitter.com/widgets.js
আরও পড়ুন : ৫২টি কোম্পানির কাছে বিলোনো হয়েছে ফেসবুকে দেওয়া তথ্য
বিভিন্ন গ্রুপ গুলোতে যাতে এই ধরনের গুজব সংক্রান্ত বার্তা না ছড়ায়, তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে হোয়াটসঅ্যাপ। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই নতুন আপডেটের মাধ্যমে যে সমস্যার কথা ভারত সরকার বলেছে তা মিটে যাবে বলে আশা করা যায়। হোয়াটসঅ্যাপ জানায়, গ্রুপ থেকে কাউকে বাদ দিলে এবং কেউ যেচে বেরিয়ে গেলে তাদের ফের গরুপে অন্যরা অ্যাড করতে পারবে না।অন্যদিকে গ্রুপ অ্যাডমিনের হাতে দেওয়া হয়েছে একাধিক অধিকার। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার নিয়ে আসা হয়েছে। এ ফিচারের বৈশিষ্ট্যই হল গ্রুপ অ্যাডমিনের কর্তৃত্ব বজায় রাখা। সেন্ড মেসেজ নামের এই ফিচার পাবেন শুধু গ্রুপ অ্যাডমিনরাই। ফিচারটি অ্যাকটিভ করে কোনও মেসেজ করা হলে, গ্রুপের সদস্যরা ওই মেসেজ দেখতে পাবেন, তার নিচে কোনও কমেন্ট করতে পারবেন না। এছাড়া গ্রুপ অ্যাডমিনের শেয়ার করা কোনও মেসেজ বা ফাইল অন্য কেউ ডিলিট করতে পারবেন না। নতুন অ্যান্ডরয়েড বিটা ভার্সন ২.১৮.৬৭ মার্চ মাসেই প্রথম দেখা দিয়েছিল ‘Forwarded label’। এই ফিচারটি স্প্যাম মেসেজ সহজেই চিনতে সাহায্য করবে। যোগাযোগ করার নম্বরের সঙ্গে সিলেক্ট করা যাবে মেসেজ। তারপর সেটি ফরওয়ার্ড করা হলে লেবেলটি নোটিফিকেশন হিসেবে দেখা যাবে।