Advertisment

WhatsApp Update: স্প্যাম মেসেজ ধরতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

WhatsApp New Feature: বর্তমানে সারা বিশ্বে ১.২ বিলিয়ান মানুষ জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। এবার অ্যান্ডরয়েড বিটা ভার্সনের আপডেটে নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে।

author-image
IE Bangla Web Desk
New Update
whatsapp-forwarded-label

অ্যান্ডরয়েড বিটা ভার্সন ২.১৮.৬৭ মার্চ মাসেই প্রথম স্পটেড হয়েছিল  ‘Forwarded label’ 

বর্তমানে সারা বিশ্বে ১.২ বিলিয়ান মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার অ্যান্ডরয়েড বিটা ভার্সনের আপডেটে নতুন ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে। এবং আপাতত বিটা ভার্সনে পাওয়া গেলেও পরবর্তী কালে হোয়াটসঅ্যাপ ইউজাররা প্রত্যেকেই পাবেন এই আপডেটেড ফিচার। এই নতুন ফিচারটি হল ফরওয়ার্ড করা মেসেজের সঙ্গে একটি লেবেল। কোনো ফাইল বা টেক্সট ফরওয়ার্ড করলে এই লেবেলটি দেখা যাবে।

Advertisment

অ্যান্ডরয়েড বিটা ভার্সন ২.১৮.৬৭ মার্চ মাসেই প্রথম দেখা দিয়েছিল ‘Forwarded label’। এই ফিচারটি স্প্যাম মেসেজ সহজেই চিনতে সাহায্য করবে। যোগাযোগ করার নম্বরের সঙ্গে সিলেক্ট করা যাবে মেসেজ। তারপর সেটি ফরওয়ার্ড করা হলে লেবেলটি নোটিফিকেশন হিসেবে দেখা যাবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই আসতে চলেছে কনফারেন্স ভিডিও কলের সুবিধা

হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে, কিছুদিনের মধ্যে iOS ও সাধারণ অ্যান্ড্রয়েডেও এসে যাবে এই ফিচার। এই মুহূর্তে এই 'ফরওয়ার্ডেড' লেবেলটিকে কোনভাবে সরানো বা বিকল করে রাখার পদ্ধতি নেই বলেই জানা যাচ্ছে, যদিও আপনি কোন মেসেজ কপি-পেস্ট করলে তার সঙ্গে এই লেবেল জুড়বে না।

প্রসঙ্গত, গতমাসে ঘোষণা করা হয়েছিল যে চলতি মাস থেকে শুরু হতে চলেছে WhatsApp Payments, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা। ভারতে এই ব্যবস্থা চালু হচ্ছে Unified Payments Interface বা UPI-এর ভিত্তিতে, যার অর্থ হলো সরাসরি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা যাবে। এখন পর্যন্ত এই নতুন ব্যবস্থা সম্বন্ধে যা জানা গেছে, হোয়াটসঅ্যাপ আপাতত কিছু iOS এবং অ্যান্ডরয়েড ফোনে হোয়াটসঅ্যাপ পেমেন্টসের বিটা ভার্সনটি পরীক্ষা করছে, এবং নিয়মিত নতুন ফিচার যোগ করে চলেছে।

Bloomberg-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্টসের পার্টনার হবে HDFC Bank Ltd, ICICI Bank Ltd এবং Axis Bank Ltd। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় স্টেট ব্যাঙ্কও পরবর্তীকালে এই নতুন উদ্যোগে যোগ দেবে।

Whatsapp
Advertisment