zero click hack: কোন লিংকে ক্লিক না করেও হ্যাক হতে পারে আপনার ফোন! হোয়াটসঅ্যাপের তরফে জারি করা হল "জিরো-ক্লিক" হ্যাকের সতর্কতা।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার ইউজারদের জন্য এক বিরাট সতর্কতা জারি করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, জিরো-ক্লিক হ্যাক (Zero Click Hack) এর মাধ্যমে ব্যবহারকারীদের ফোন হ্যাক করা হয়েছে—তাও কোনো লিংকে ক্লিক না করেই! রিপোর্ট অনুযায়ী, অন্তত ৯০ জন ব্যবহারকারী এই জিরো-ক্লিক হ্যাকের শিকার হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক ও সিভিল সোসাইটির মেম্বাররা।
হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, দুই ডজনেরও বেশি দেশের প্রায় ৯০ জন ব্যবহারকারীকে প্যারাগন সলিউশনস (Paragon Solutions) নামে এক ইজরায়েলি কোম্পানির তৈরি স্পাইওয়্যারের মাধ্যমে টার্গেট করা হয়।
কী এই “জিরো-ক্লিক” হ্যাক?
জিরো-ক্লিক হ্যাকিং এমন এক ধরনের সাইবার হামলা যেখানে ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করাতে হয় না বা কোনো মেসেজে প্রতিক্রিয়া জানাতে হয় না। এই ধরণের হ্যাকের মাধ্যমে হ্যাকাররা সরাসরি ব্যবহারকারীর ফোন বা ডিভাইস হ্যাক করতে পারে, সম্পূর্ণ অজান্তে।
কারা টার্গেট?
রিপোর্ট অনুযায়ী, জিরো-ক্লিকে টার্গেট হয়েছে দু'ডজনের বেশি দেশের ইউজাররা। যদিও হোয়াটসঅ্যাপ নির্দিষ্ট করে কারা এই জিরো-ক্লিক হ্যাকের শিকার হয়েছেন তা জানায়নি, The Guardian জানিয়েছে, হ্যাকারদের টার্গেট ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। যদিও হোয়াটসঅ্যাপ দাবি করেছে যে তারা এই হ্যাকিং প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
তারা এই ঘটনার তদন্তের জন্য Citizen Lab-এর মত গবেষণা সংস্থার সঙ্গে সহযোগিতা করছে। FBI-কে জানানো হলেও, এ বিষয়ে এখনও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
কেন বিষয়টি উদ্বেগজনক?
এই ঘটনা প্রমাণ করে যে,ব্যক্তিগত সুরক্ষা আজ সাইবার স্পেসে আরও ঝুঁকিপূর্ণ।
স্পাইওয়্যার প্রযুক্তি এখন এতটাই উন্নত যে ব্যবহারকারীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার প্রয়োজন নেই, তবুও হ্যাকাররা ডিভাইসে প্রবেশ করতে পারে।
এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকারের লঙ্ঘনের মত ঘটাতে পারে, বিশেষ করে সাংবাদিক ও সমাজকর্মীদের টার্গেট করে।