New Car: একাই ১০০! দুরন্ত মাইলেজ, অভাবনীয় ডিজাইন, টাটা, মাহিন্দ্রাকে কাঁদিয়ে দিল শাওমি ইউ৭

New Car: রেঞ্জ ৮৩৫ কিলোমিটার। বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করল Xiaomi YU7 ইলেকট্রিক SUV। টেসলার মডেল Y-কে রীতিমতো টেক্কা দেবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।

New Car: রেঞ্জ ৮৩৫ কিলোমিটার। বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করল Xiaomi YU7 ইলেকট্রিক SUV। টেসলার মডেল Y-কে রীতিমতো টেক্কা দেবে বলেই বিশেষজ্ঞদের ধারণা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Xiaomi New Car: শাওমির নতুন গাড়ি।

Xiaomi New Car: শাওমির নতুন গাড়ি। (প্রতীকী ছবি)

Xiaomi New Car:  দুরন্ত মাইলেজ, অভাবনীয় ডিজাইন, টাটা, মাহিন্দ্রাকে কাঁদিয়ে দিল Xiaomi YU7 ইলেকট্রিক SUV গাড়ি। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫৩ কিমি। ০ থেকে ১০০ কিমি/ঘন্টা গতি বাড়ানোর সময় ৩.২৩ সেকেন্ড এবং সর্বোচ্চ রেঞ্জ ৮৩৫ কিলোমিটার। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে- স্ট্যান্ডার্ড, প্রো আর ম্যাক্স।

Advertisment

YU7, তার প্রথম বৈদ্যুতিক SUV, আর একে দিয়েই Xiaomi তার বিলাসবহুল গাড়ির জগতে প্রবেশ করল। এখন তাদের লক্ষ্য, টেসলার মডেল Y-এর সঙ্গে প্রতিযোগিতা করা। YU7 ঘণ্টায় ২৫৩ কিলোমিটার সর্বোচ্চ গতিতে চলতে পারে। YU7 আনুষ্ঠানিকভাবে 2025 সালের জুলাইয়ের মধ্যে চিনে লঞ্চ হবে। আর, Xiaomi ২০২৬ সালের শেষের দিকে বা ২০২৭ সালের প্রথম দিকে ভারতে এই বৈদ্যুতিক SUV নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় EV বাজার বর্তমানে গতি অর্জনের পথে। সেক্ষেত্রে, YU7 প্রিমিয়াম বৈদ্যুতিক SUV জগতে আলোড়ন ফেলতে চলেছে। Xiaomi অবশ্য আপাতত ভারতে তাদের এই গাড়ি বাজারে আনার ব্যাপারে কোনও আনুষ্ঠানিক পরিকল্পনা বা সময়সীমা নিশ্চিত করেনি।

আরও পড়ুন- বিরাট প্রতারণায় তুমুল চাঞ্চল্য! 'জিরো-ক্লিক' হ্যাকে এবার জারি চূড়ান্ত সতর্কতা

এবং

Advertisment

আরও পড়ুন- গেম চেঞ্জার! Starlink-এর হাত ধরেই দেশে স্যাটালাইট ইন্টারনেট 'বিপ্লব', টেনশন বাড়ছে Jio-Airtel-র

Xiaomi YU7 ইলেকট্রিক SUV-র পারফরম্যান্স

Xiaomi তার EV সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে তার নিজস্ব 'তিনটি মূল বৈদ্যুতিক প্রযুক্তি - মোটর, ব্যাটারি এবং নিয়ন্ত্রণ ইউনিট'-কেই সর্বোচ্চ কৃতিত্ব দিচ্ছে। তাদের উদ্ভাবন দুর্দান্ত কর্মক্ষমতা এবং দক্ষ শক্তি ব্যবহারের উদাহরণ হয়ে উঠেছে। YU7 SUV লঞ্চের মাধ্যমে, Xiaomi দেখাল, তারা ঠিক কতটা উন্নতি করেছে। তাদের লক্ষ্য বৈদ্যুতিক ড্রাইভ, ব্যাটারি শক্তি এবং তাপ ব্যবস্থাপনায় নতুন মাত্রায় পৌঁছনো। 

আরও পড়ুন- চনমনে ছটফটে! সারা বাড়ি ঘুরে এবার ঠান্ডা করবে এই এসি, শাওমির ম্যাজিক!

এবং

আরও পড়ুন-  ৭০০০mAh-এর বিরাট ব্যাটারি! দুর্দান্ত ডিসপ্লে, মিলবে অসাধারণ ফটোগ্রাফি, লঞ্চ হল iQOO Neo 10 5G

Xiaomi-এর YU7 SUV-তে তিনটি আলাদা পাওয়ারট্রেন বিকল্প আছে। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে একটি রিয়ার-হুইল-ড্রাইভ সেটআপ এবং একটি 96.3kWh LFP ব্যাটারি আছে, যা 315.6bhp উৎপাদন করে এবং যার ক্লাস-লিডিং রেঞ্জ ৮৩৫ কিলোমিটার। Xiaomi YU7-এর উন্নত 800V সিলিকন কার্বাইড প্ল্যাটফর্ম অতি-দ্রুত চার্জিংয়ে সক্ষম। যা ১৫ মিনিটে ৬২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ তার যাত্রীকে দিতে পারে।

Car new xiaomi