/indian-express-bangla/media/media_files/2025/04/20/Q6aX2a2kXfc6qvsLLb8a.jpg)
লাইসেন্সের ঝামেলা ছাড়াই রাস্তায় দাপিয়ে বেড়ান। ওলা ও অ্যাথারের টেক্কা দিতে বাজারে সস্তার ই-স্কুটার
Electric Scooters Without License: লাইসেন্সের ঝামেলা ছাড়াই রাস্তায় দাপিয়ে বেড়ান। ওলা ও অ্যাথারের টেক্কা দিতে বাজারে সস্তার ই-বাইক, স্কুটার।
আরসি (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) বা ড্রাইভিং লাইসেন্স নেই ছাড়াই বৈদ্যুতিক স্কুটারের সন্ধান করছেন? চিন্তা নেই! জয় ই-বাইক এখন এমন কিছু ই-স্কুটার অফার করছে, যেগুলোর জন্য কাগজপত্রের প্রয়োজন নেই। শুধু তাই নয়, এখন এই স্কুটারগুলো আগের চেয়ে এখন অনেকটাই সস্তা।
নজরকাড়া ফিচার, ডিজাইনে বিরাট চমকই শুধু নয়, এই স্মার্টফোন বাজার মাতাবে
১৩,০০০ টাকা পর্যন্ত দাম কমল
জয় ই-বাইক ব্র্যান্ডের একাধিক লো-স্পিড ই-স্কুটার এখন আরও সস্তায় পাওয়া যাচ্ছে। সংস্থাটি ওল্ফ, জেন নেক্সট, নানু প্লাস, ওল্ফ প্লাস, ন্যানো ইকো ও ওল্ফ ইকো সহ বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের উপর ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দিয়েছে।
লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়াই চালানো যাবে
এই স্কুটারগুলো লো-স্পিড ক্যাটাগরিতে পড়ে — সর্বোচ্চ গতি মাত্র ২৫ কিমি প্রতি ঘণ্টা। ফলে, ভারতীয় নিয়ম অনুযায়ী, এগুলো চালাতে লাগবে না লাইসেন্স, রেজিস্ট্রেশন।
সস্তার প্ল্যানে ফের বাজারে সুনামি তুলল BSNL! ১০০ টাকার কমে বছরভর রিচার্জের ঝামেলা থেকে এবার মুক্তি
স্কুল ও কলেজপড়ুয়া, মহিলাদের কাছে দারুণ জনপ্রিয় এই ইস্কুটারগুলি। পাশাপাশি স্কুটারগুলি বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে। এই স্কুটারগুলোর রেঞ্জ সাধারণত ৬০ কিমি থেকে ৯০ কিমি পর্যন্ত, যা শহরাঞ্চলের দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট।
নতুন দামে কোন মডেল কত?
ওল্ফ (Wolf): এখন দাম মাত্র ৫৫,০০০টাকা
জেন নেক্সট নানু (Gen Next Nanu): ৫৪,০০০টাকা
গ্লোব (Globe): দাম শুরু ৭০,০০০ টাকা থেকে
জয় ই-বাইক বর্তমানে ১০টিরও বেশি মডেল বিক্রি করছে । ভারতের ৪০০টির বেশি শহরে রয়েছে তাদের ডিলারশিপ, এবং আগামী বছরগুলিতে আরও বেশি শহরে তাদের নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা করেছে সংস্থা।
এন্ট্রি-লেভেল ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে জয় ই-বাইক এখন ওকিনাওয়া, অ্যাম্পিয়ার, ওল্ফার, ওলা ও অ্যাথার এর মতো বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে জোরদার প্রতিযোগিতা করছে।