iPhone 14 Pro Max Blast: iPhone আগুন! ঘুম উড়ল Apple-এর।
সম্প্রতি মোবাইল ফোনে আগুন লাগার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। প্রায়ই দেখা যায় মোবাইল ইউজাররা তাদের স্মার্টফোন চার্জে বসিয়ে বিছানার পাশে রেখে ঘুমান। অনেক সময় ফোন গোটা রাত চার্জে থেকে যায়, যা্র পরিণতি হতে পারে ভয়ঙ্কর। চিনে এমনই একটি ঘটনা সামনে এসেছে যেখানে আইফোন 14 প্রো ম্যাক্সে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে রাতে ঘুমানোর সময় ওই মহিলা তার স্মার্টফোন চার্জিংয়ে রেখেছিলেন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন, ঘরে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা ঘর।
চিনে iPhone 14 Pro Max চার্জ করার সময় আগুন ধরে যায়। জানা গিয়েছে রাতে ঘুমানোর আগে ফোনটি চার্জে বসিয়ে রেখেছিলেন তিনি। সকালে উঠে দেখেন বাড়িতে আগুন লেগে সর্বত্র কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আইফোনটি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনার জেরে ওই মহিলাও আহত হয়েছে বলেই জানা গিয়েছে।
ভারতের বাজারে নয়া রেকর্ড, নভেম্বরেই নয়া বাইক লঞ্চ Royal Enfield-এর
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ব্যাটারির ত্রুটির কারণেই iPhone 14 Pro Max-এ আগুন ধরে যায়। তিনি এই ফোনটি ২০২২ সালে কিনেছিলেন।ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে ওই মহিলা ফোনে আগুন লাগার ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।
অ্যাপলের প্রতিক্রিয়া
ঘটনার কথা জানার পর কোম্পানির গ্রাহক সেবা বিভাগ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। কোম্পানি বলছে যে ফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তবে তারা তদন্ত করে দেখবে ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফোনটির ব্যাটারি বদল হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অ্যাপেলের তরফে জানানো হয়েছে ফোনটি আগে রিপিয়ারিং হয়েছে কিনা তাও জানা প্রয়োজন।
এই ধরনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে স্মার্টফোনের মতো ডিভাইসগুলিকে গোটা রাত চার্জে রেখে দেওয়া কতটা বিপজ্জনজ। বিশেষ করে সোফা বা বিছানার মতো স্থানে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে রাতে ঘুমানোর সময় ফোন চার্জিংয়ে রাখা উচিত নয়। এছাড়াও, স্মার্টফোন চার্জ করার সময় বিছানা, সোফা, পর্দা ইত্যাদির মতো দাহ্য বস্তুর কাছে ফোন রাখা উচিত নয়। এই ধরনের দুর্ঘটনা এড়াতে, ব্যবহারকারীদের শুধুমাত্র অরিজিন্যাল চার্জার ও ব্যাটারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।