Women's Day 2025: নারী দিবসে মা'কে কী উপহার দিলে সবচেয়ে খুশি হবেন? সন্তান হিসাবে জানুন টপ সিক্রেট

Women's Day 2025: নারী দিবসে মা'কে সেরা উপহারে চমকে দিন। নারী দিবস উপলক্ষ্যে আপনার 'সুপারমম' অথবা আপনার বান্ধবী, স্ত্রী'কে দিন একটি নিখুঁত উপহার। 'স্পেশ্যাল' করে তুলুন ২০২৫-এর নারী দিবস।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
International Women’s Day

নারী দিবসে মা'কে কী উপহার দিলে সবচেয়ে খুশি হবেন? সন্তান হিসাবে জানুন টপ সিক্রেট

Women's Day 2025:  নারী দিবসে মা'কে সেরা উপহারে চমকে দিন। নারী দিবস উপলক্ষ্যে আপনার 'সুপারমম' অথবা আপনার বান্ধবী, স্ত্রী'কে দিন একটি নিখুঁত উপহার। 'স্পেশ্যাল' করে তুলুন ২০২৫-এর নারী দিবস।

Advertisment

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে নারীশক্তির প্রতি সম্মান প্রদর্শন ও সমাজে তাঁদের অবদানকে কুর্নিশ জানানো হয়ে থাকে। নারীরা আমাদের সমাজের শক্তিশালী স্তম্ভ। কেবল বাড়ি ঘর সামলানো থেকে সংসারের কাজ নয়, সমাজ গঠনে অতীত থেকে আজ পর্যন্ত নারীদের অবদান অনস্বীকার্য। 

নারী দিবসের বিশেষ দিনে আপনি যদি আপনার মা'কে কোন একটি দুর্দান্ত উপহার দেওয়ার কথা ভেবে থাকেন তাহলে সুন্দর শাড়ির চেয়ে ভালো আর কী হতে পারে? ঐতিহ্যবাহী থেকে আধুনিক ডিজাইনের যে কোন একটি জমকালো শাড়ি কেবল একটি উপহারই নয় বরং তাঁর প্রতি আপনি আপনার ভালোবাসা এবং শ্রদ্ধাও জানাতে পারেন। মায়ের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে মূল্যবান। নারী দিবসের বিশেষ দিনটিকে আপনি স্মরণীয় করে রাখতে আপনার মাকে দিতে পারেন চমকে দেওয়ার মত কিছু উপহার। 

কাঞ্জিভরম সিল্ক শাড়ি, হ্যান্ডলুম শাড়ি আপনি আপনার মা'কে উপহার হিসাবে দিতে পারেন। পাশাপাশি রান্নাঘরের কোন সামগ্রী যেমন মাইক্রোওয়েভ, মিক্সার, জ্যুসার উপহার হিসাবে দিতে পারেন। পাশাপাশি আপনি মা'কে দিতে পারেন Saregama Carvaan Mini যাতে থাকবে ৩৫১টি প্রি-লোডেড এভারগ্রিন হিন্দি গানের সম্ভার। এর দাম পড়বে ২১৯০টাকা। 

Advertisment

নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের প্রচারের জন্য প্রতি বছর ৮ মার্চ নারী দিবস পালিত হয়। এর লক্ষ্য সমাজে নারীদের অবদানকে সম্মান জানানো এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া। এবারের নারী দিবসটিকে বিশেষ করে তুলুন। আপনার বান্ধবী, স্ত্রী, মাকে দিন এই বিশেষ উপহার।

আপনি যদি নারী দিবসের দিনটিকে বিশেষ করতে চান, তাহলে আপনার বান্ধবী, স্ত্রী এবং মাকে এই সেরা উপহারগুলির মধ্যে একটি দিন। সেই সঙ্গে তাদের এটা বোঝান যে তাঁরা আপনার জীবনে কতটা মূল্যবান। 

৮ মার্চ সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর ক্ষমতায়নের জন্য 'নারী দিবস' পালন করা হয়। প্রতিটি মহিলার নিরাপত্তা, সম্মান, অধিকার ও সমতার জন্য এই দিনটির সূচনা হয়েছে। নারী দিবসের বিশেষ এই দিনে আপনি আপনার স্ত্রী, বান্ধবী, মা, বোনকে দিতে পারেন বিশেষ কোন উপহার।

অনেকেই বিভ্রান্তিতে থাকেন কাছের প্রিয় মানুষটিকে কি উপহার দেবেন তা নিয়ে ? এখন আপনার জন্য আনা হয়েছে উপহারের একরাশ সম্ভার। যার মধ্যে থেকে আপনি অনায়াসেই পছন্দ করে নিতে পারে আপনার প্রিয়জনের জন্য সেই গিফট।

হ্যান্ডব্যাগ

মহিলারা সাধারণত হ্যান্ডব্যাগ দারুণ পছন্দ করেন। বিশেষ করে যখন কেউ তাদের উপহার হিসাবে হ্যাণ্ডব্যাগ দেয় তা সব সময়ই তাদের কাছে স্পেশ্যাল। তবে কেনার সময় মনে রাখবেন হ্যান্ডব্যাগটি হতে হবে সর্বাধুনিক, উত্কৃষ্ট, অভিনব। আপনি যদি আপনার প্রিয়জনকে এমন একটি হ্যান্ডব্যাগ উপহার দেন তবে তিনি খুশি হতে বাধ্য।

কানের দুল

কানের দুল মহিলাদের সবচেয়ে পছন্দের জিনিসের মধ্যে একটি। আপনি আপনার প্রিয়জনকে নারী দিবসে উপহার হিসাবে দিতে পারেন একটি কানের দুল।

বই

একজন মহিলা যদি বই পড়তে খুব পছন্দ করেন। তবে তাঁকে তাঁর পছন্দের ভালো বই উপহার হিসাবে দিতে পারেন।

গহনা

আপনি আপনার মা বা স্ত্রীকে গহনা উপহার দিতে পারেন। মহিলারা সবসময় গহনা পছন্দ করেন। এর মধ্যে সোনা বা হীরার আংটি বা অন্যান্য কস্টিউম জুলেয়ারিও আপনি উপহার হিসাবে দিতে পারেন।

ঘড়ি

স্মার্ট ওয়াচ আজকাল দারুণ ট্রেন্ডি। এছাড়াও ব্র্যাণ্ডেড অভিনব ঘড়িগুলিও উপহার দেওয়া যেতে পারে। মহিলারা সাধারণভাবে ঘড়ি খুব পছন্দ করেন।

ইয়ারবাড

যে সকল মহিলারা গান শুনতে পছন্দ করেন। তাদের জন্য ইয়ারবাড ভাল বিকল্প।

ডার্ক চকলেট

হার্ট ও স্বাস্থ্য ভালো রাখতে চান ডার্ক চকলেট উপহার দিন আপনার প্রিয়জনকে।

মেকআপ কিট

গয়নার মতোই অনেকেই মেকআপ কিট পছন্দ করেন। তবে এই ধরনের মেকআপ কিট দেওয়ার আগে তার সঙ্গে একবার পরামর্শ করা শ্রেয়। আপনি চাইলে আপনার প্রিয়জনকে একটি লকেট-আংটিও কিনে দিতে পারেন।

ফিটনেস ব্যান্ড উপহার দিন

আপনি যদি আপনার মা এবং সঙ্গীর ফিটনেসের বিষয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে অনায়াসেই একটি ফিটনেস ব্যান্ড উপহার দিতে পারেন।

এছাড়াও আপনি আপনার মা, বান্ধবী বা স্ত্রীকে বিশেষ এই দিনে  কাস্টমাইজড জুয়েলারিও উপহার দিতে পারেন। এছাড়াও, আপনি ছবি সহ কুশন, মগ বা ওয়াল ফটো ফ্রেম ইত্যাদিও উপহার দিতে পারেন। নারী দিবসে, আপনি আপনার স্ত্রী বা বান্ধবীকে লিপস্টিক, আইশ্যাডো, নেইল পলিশ, ইত্যাদির মতো মেকআপ কিট উপহার দিতে পারেন।

এছাড়াও, আপনি তাদের সুগন্ধি এবং উপহার দিতে পারেন। এছাড়াও আপনার মা যদি রাঁধতে ভালবাসেন তাহলে আপনি ওনাকে কোন অন লাইন কুকিং ক্লাসে ভর্তি করিয়ে দিতে পারেন যেখান থেকে নিত্য নতুন রেসিপি আপনার মা শিখতে পারেন। আপনার মা যদি সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে ওই দিন মাকে নিয়ে কোন সিনেমা হলে নিয়ে গিয়ে পছন্দের সিনেমা দেখিয়ে তাঁকে সারপ্রাইজও দিতে পারেন।

তাক লাগানো সাফল্য! তামাম বিশ্বকে পিছনে ফেলে বিরাট কৃতিত্ব মোদীর 'আত্মনির্ভর' ভারতের

International Women’s Day