#Mi4You@XiaomiIndia will be 4 years old soon! ???? As part of our 4th Anniversary celebrations, we will have ‘Mi 4 You’ sale on https://t.co/lzFXOcGyGQ & partner platforms from 10 to 12 July! ????#Excited. Stay tuned.. pic.twitter.com/lQXxDgCKI7
— Manu Kumar Jain (@manukumarjain) July 7, 2018
বেলা ১২ টা থেকে রাত ১১.৫৯ অবধি থাকবে ফ্ল্যাশ সেলে কেনার সুযোগ, সঙ্গে আসন্ন অফারে কেনার জন্য আগাম F-কোড।
বিভিন্ন সময়ে সেল দিয়ে গ্যাজেট ওয়ার্ল্ডে গত বছর থেকে একচেটিয়া বাজার করছে শাওমি। কম দামে পুষ্টিকর জিনিস, সঙ্গে অফুরন্ত অফার!
আরও পড়ুন :Xiaomi Redmi Y2 review: সাশ্রয়ী দামে শাওমির নতুন সেলফি ফোনের ভাল-মন্দ
এই অফারে যদি মনে করেন অনেক কিছু কিনবেন, তাহলে চলে যান কোম্পানির অফিশিয়াল ইভেন্ট পেজে। সেখানে পেয়ে যাবেন একগুচ্ছ শপিং অফার। ফ্ল্যাশ সেলে ৪ টাকাতেও পাওয়া যাবে আপনার পছন্দের জিনিস। লাইভ হওয়ার পর বিকেল ৪ টে অবধি পাওয়া যাবে Redmi Note 5 এর ওপর ফ্ল্যাশ সেল। পাশাপাশি Mi VR Play 2 হেডসেট। সন্ধে ৬ টা অবধি চলবে ফ্ল্যাশ সেল। বাকি ব্লক ব্লাস্টার সেল চলবে রাত ১২ টা অবধি। ৫০ থেকে ৫০০ টাকার গিফট কুপন পাওয়া যাবে কোম্পানির ওয়েবসাইটে।
তবেই এতেই শেষ নয়, এর সঙ্গে পাওয়া যাবে ক্যাশব্যাক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড, ও পেটিএম, MobiKwik দিয়ে কিনলে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়। ৭,৫০০ টাকার গ্যাজেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড দিয়ে কিনলে পেয়ে যাবেন ৫০০ টাকার ছাড়। ৮,৯৯৯ টাকার ওপর ১,০০০ টাকার ছাড়, তবে সেটি মিলবে বিমানের ভাড়ায় ও ২০০ টাকা ছাড় মিলবে সিনেমার টিকিটে।