Advertisment

Mi Pay: ডিজিটাল পেমেন্টে শাওমির অভিষেক

Mi Community পোস্টে শাওমি জানিয়েছে, এখনও অ্যাপটিকে সম্পূর্ণ করার কাজ চলছে। Mi Pay প্ল্যাটফর্মে আপাতত ICICI Bank এবং PayU-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ডিজিটাল পেমেন্টে পরিষেবায় প্রবেশ করল শাওমি। এই চিনা সংস্থাটি সদ্য ঘোষণা করেছে, খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে Mi Pay। তবে এখন বিটা ভার্সনে ব্যবহার করা যাচ্ছে Mi Pay। উল্লেখ্য, গুগল পে, টেজ এবং পেটিএমের মতই ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করা সম্ভব হবে Mi Pay-এর মাধ্যমে।

Advertisment

Mi Community পোস্টে শাওমি জানিয়েছে, এখনও অ্যাপটিকে সম্পূর্ণ করার কাজ চলছে। Mi Pay প্ল্যাটফর্মে আপাতত ICICI Bank এবং PayU-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। ফলে ডিজিটাল ট্রানজাকশন সম্ভব হবে। এর মধ্যে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশন এবং ইউপিআই পেমেন্টের সুবিধা থাকবে। এতে অবশ্যই, QR স্ক্যানিং ফিচারটিও অন্তর্ভুক্ত করা হবে, যা দিয়ে যেকোনো জায়গার পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে যাবে Mi Pay।

আরও পড়ুন: বাবার তালিমে সফটওয়্যার দুনিয়া হাতের মুঠোয় তেরো বছরের খুদের

স্বাভাবিকভাবেই, ডিটিএইচ সংযোগ, জল / বিদ্যুতে বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ করাও সম্ভব হবে Mi Pay-এর মাধ্যমে। নতুন বছরেই ইউজারদের হাতে চলে আসতে পারে Mi Pay-র আপডেটেড সংস্করণ। Mi Community পোস্ট থেকেই ইঙ্গিত পাওয়া যায়, ২০১৯ সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে শাওমির ডিজিটাল ট্রানজাকশন অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে প্রথমে প্রয়োজনীয় কিছু তথ্য নথিভুক্ত করতে হবে। Mi Pay-তে অ্যাকাউন্ট রয়েছে, এমন কেউ যদি আপানার কল লিস্টে থাকেন তাহলে অতি সহজেই তার সঙ্গে টাকা পয়সা লেনদেন করতে পারবেন আপনি।

Read the full story in English

xiaomi
Advertisment