Xiaomi Smart Air Conditioner: স্মার্ট কুলিংয়ে আলোড়ণ ফেলল Xiaomi, প্রয়োজন বুঝে ঘর এবার অটোমেটিক ঠান্ডা

Xiaomi Mijia Air Conditioner Pro: তীব্র গরমে নাজেহাল অবস্থা আম-আদমির। এসি-কুলারের চাহিদা আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে Xiaomi বাজারে তাদের নতুন এসি লঞ্চ করল — যার নাম Xiaomi Mijia Air Conditioner Pro।

Xiaomi Mijia Air Conditioner Pro: তীব্র গরমে নাজেহাল অবস্থা আম-আদমির। এসি-কুলারের চাহিদা আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে Xiaomi বাজারে তাদের নতুন এসি লঞ্চ করল — যার নাম Xiaomi Mijia Air Conditioner Pro।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Xiaomi Mijia Air Conditioner Pro।

স্মার্ট এসিতে বাজারে তোলপাড় ফেলল Xiaomi! এবার ও থাকুন ঠান্ডা ঠান্ডা কুল কুল!

Xiaomi Mijia Air Conditioner Pro: স্মার্ট এসিতে বাজারে তোলপাড় ফেলল Xiaomi! এবার ৬৫ ডিগ্রিতেও থাকুন ঠান্ডা ঠান্ডা কুল কুল! 

Advertisment

তীব্র গরমে নাজেহাল অবস্থা আম-আদমির। এসি-কুলারের চাহিদা আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে Xiaomi বাজারে তাদের নতুন এসি লঞ্চ করল — যার নাম Xiaomi Mijia Air Conditioner Pro। 

নতুন এই স্মার্ট এয়ার কন্ডিশনারের রয়েছে বিশেষ প্রযুক্তি। ঘরে থাকা মানুষদের চিনে প্রয়োজন অনুযায়ী এয়ারফ্লো সামঞ্জস্য করে অত্যাধুনিক এই এসি। সবচেয়ে বড় সুবিধার দিক হল মাত্র ২ সেমি জায়গায় এসিটি ইনস্টল করা সম্ভব। তীব্র গরম বা প্রচণ্ড ঠান্ডাতেও অনায়াসে কাজ করতে দক্ষ Xiaomi-এর এই নয়া Mijia এসি।

Xiaomi Mijia Air Conditioner Pro-এর দাম

Advertisment

নতুন Mijia Air Conditioner Pro 1.5HP এর দাম নির্ধারণ করা হয়েছে ¥৩,৯৯৯, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৬,৮৩৭ টাকা। এই এসি JD.com এবং অন্যান্য চিনা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে এখনো পর্যন্ত Xiaomi আন্তর্জাতিক বাজারে (চীনের বাইরে) এই নতুন এসি লঞ্চ করেনি। তবে আশা খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ করবে Xiaomi -এর এই এসি। 

Xiaomi Mijia Air Conditioner Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিজাইন: বটম-ইনলেট ও টপ-আউটলেট এয়ারফ্লো ডিজাইন, মাত্র ২ সেমি জায়গায় এসিটি ইনস্টল করা সম্ভব। ডুয়াল মিলিমিটার-ওয়েভ রাডার সেন্সর দিয়ে ৭ মিটার রেঞ্জ এবং ১৮০° ভিউ অ্যাঙ্গেলে ঘরে থাকা মানুষদের শনাক্ত করে। মানুষের উপস্থিতি অনুযায়ী ঠান্ডার মাত্রা সামঞ্জস্য করে।

এক্সিলেন্ট পারফরমেন্স, টপ ফিচার, অবাক করা ডিজাইন! সেরা ৫ ল্যাপটপেই এখন বিরাট ছাড়

পারফরম্যান্স:

  • ৩০ সেকেন্ডে দ্রুত কুলিং
  • ৬০ সেকেন্ডে ফাস্ট হিটিং

শক্তি দক্ষতা:

  • APF (Annual Performance Factor) রেটিং ৫.৬৫, যা অত্যন্ত এনার্জি এফিসিয়েন্ট।
  • -৩৫° সেলসিয়াসে গরম এবং ৬৫° সেলসিয়াসে ঠান্ডা করতে সক্ষম। এছাড়াও রয়েছে স্মার্ট কানেক্টিভিটি ফিচার।  Mi Home অ্যাপ বা Xiao AI এর মাধ্যমে ভয়েস কমান্ডেই এসিটিকে কন্ট্রোল করা যায়। 

Xiaomi Mijia Air Conditioner Pro কেন ফার্স্ট চয়েস ?

  • ইনটেলিজেন্ট সেন্সর টেকনোলজি
  • দুর্দান্ত শক্তি সাশ্রয়ী
  • প্রচন্ড গরমেও দুর্দান্ত শীতলতা। 
  • স্মার্ট অ্যাপ কন্ট্রোল ও ভয়েস কমান্ড সাপোর্ট

যারা স্মার্ট এসির সন্ধান করছেন তাদের জন্য Xiaomi Mijia Air Conditioner Pro নিঃসন্দেহে দুর্দান্ত অপশন। শীঘ্রই ভারত সহ অন্যান্য দেশেও এই স্মার্ট এসিটি লঞ্চ হবে বলেই আশা।

১০ সেকেন্ডে লেকটাউনে লাদাখের ঠান্ডা, তোলপাড় ফেলল সেরা এই এসি

Air Conditioner xiaomi