Haier Gravity Series AC: তাপদাহের (summer heat) মধ্যে এসি হল একমাত্র ভরসা। আর সেই এসির জগতে নতুন হাওয়া এনেছে Haier-এর Gravity Series। মাত্র ১০ সেকেন্ডে ঘর ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা নিয়ে হাজির হয়েছে এই অত্যাধুনিক এয়ার কন্ডিশনার। স্মার্ট প্রযুক্তি, দুর্দান্ত ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের মিশেলে এই সিরিজ বাজারে ইতিমধ্যেই হিট।
এই নতুন সিরিজে রয়েছে AI Climate Assistant, যা ব্যবহারকারীর অভ্যাস ও ঘরের তাপমাত্রা অনুযায়ী নিজে থেকেই কুলিং অ্যাডজাস্ট করে নেয়। ফলে আপনাকে বারবার সেটিং বদলাতে হবে না। রয়েছে AI Electricity Monitoring সুবিধা, যার মাধ্যমে HaiSmart অ্যাপ ব্যবহার করে দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক বিদ্যুৎ ব্যবহারের হিসেব রাখা সম্ভব। এছাড়াও, AI ECO Mode ব্যবহার করে ঘরে উপস্থিতি বুঝে এই এসি টন ক্যাপাসিটি ও তাপমাত্রা নিজে থেকেই সামঞ্জস্য করে নেয়, যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়।
Gravity Series AC-এর অন্যতম আকর্ষণ Supersonic Cooling ফিচার। মাত্র ১০ সেকেন্ডে সারা ঘর ঠান্ডা করে দেয় এই এসি, যা সাধারণ এসির তুলনায় ২০ গুণ দ্রুত। তাপমাত্রা স্থির হলে স্বয়ংক্রিয়ভাবে Energy Saving Mode-এ চলে যায়, যা বিদ্যুৎ বাঁচায়।
আরও পড়ুন- সাড়ে ৬' শো টাকায় গরমে ননস্টপ কুলিং! বাজার কাঁপিয়ে আলোড়ন ফেলল এই পোর্টেবল এসি
ডিজাইনের ক্ষেত্রেও বড় চমক দিয়েছে Haier। টেক্সটাইল থেকে অনুপ্রাণিত ফেব্রিক ফিনিশ যুক্ত এই AC পাওয়া যাচ্ছে সাতটি রঙের অপশনে। ঘরের সাজের সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া যাবে পছন্দের মডেল।
আরও পড়ুন- অন্তত ১ মাস প্রতিদিন সকালে খান ডালিমের সরবত! ভাবতেই পাচ্ছেন না কী হবে
Gravity Series AC-তে রয়েছে Frost Self-Clean Technology, যা মাত্র ২১ মিনিটে ৯৯.৯% বিশুদ্ধ বাতাস সরবরাহের নিশ্চয়তা দেয়। Hexa Inverter Technology-র সৌজন্যে ±0.১°সেলসিয়াস টেম্পারেচার অ্যাকিউরেসি বজায় থাকে।
আরও পড়ুন- ২০২৫ সালে বিশ্বের সেরা ১০ দামি মুদ্রা কোনগুলো জানেন? টাকায় মূল্য-সহ দেখে নিন তালিকা
স্মার্ট সেন্সর এবং ফায়ার রেজিস্ট্যান্ট Hyper PCB থাকার ফলে, যে কোনও মরশুমে স্ট্যাবল কুলিং নিশ্চিত হয়। TURBO Mode-এর মাধ্যমে প্রায় ২০ মিটার পর্যন্ত ঠান্ডা বাতাস পৌঁছনো সম্ভব, যা বড় ঘর বা হলঘরের জন্য আদর্শ।
আরও পড়ুন- এই চারটে খাবার আপনার ডায়েটে রাখুন, ঋতু পরিবর্তনের রোগ ছুঁতেও পারবে না!
এছাড়া Intelli Convertible 7-in-1 মোডের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো সাতটি ভিন্ন কুলিং মোডে স্যুইচ করতে পারবেন। ফলে বিদ্যুৎ খরচ কম হবে এবং প্রয়োজন অনুযায়ী ঠান্ডার অভিজ্ঞতা মিলবে। এই এসি ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরমেও অসাধারণ পারফরম্যান্স দেয়।
দাম কত?
Haier Gravity Series AC-এর দাম মডেল ও স্পেসিফিকেশনের ওপর নির্ভর করে। প্রাথমিকভাবে, এর দাম শুরু হয়েছে প্রায় ৩৮,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। তবে বাজারে অফার অনুযায়ী কিছু ডিসকাউন্টও মিলতে পারে। যাঁরা দ্রুত কুলিং, এআই স্মার্ট ফিচার এবং স্টাইলিশ ডিজাইন খোঁজেন, তাঁদের জন্য Haier Gravity Series নিঃসন্দেহে একটি দুর্দান্ত পছন্দ হতে পারে।