/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/redmi_note7_big-1.jpg)
বছরের শুরুতে নতুন ডিভাইস লঞ্চের দিন ঘোষণা করল শাওমি। তবে ঠিক কোন ডিভাইস নিয়ে হাজির হবে তারা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আন্দাজ করা হচ্ছ 'সেভেন সিরিজের' ফোন লঞ্চ করতে পারে চিনের এই বিখ্যাত স্মার্টফোন নির্মাতা। তবে ফ্ল্যাগশিপ হবে নাকি সাধ্যের দামে তা নিয়েও রয়েছে ঘোর সংশয়।
সদ্য নতুন এক ডিভাইস প্রকাশ্যে নিয়ে এসেছিল শাওমি। যার আউটলুকে রঙের বিকল্প রয়েছে। আন্দাজ করা হচ্ছে সেটি Redmi 7। ফোনটিতে থাকতে পারে গোলাপী এবং লাল রঙের মিশ্রণ, পাশাপাশি আরও রঙের বিকল্প থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
৬.৩ ইঞ্চির Full HD+ ডিসপ্লের সঙ্গে ৩৯০০ mAh ব্যাটারি থাকবে ফোনটিতে। অবশ্যই ট্রেন্ড মিলিয়ে নচ স্ক্রিন থাকবে। কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে শাওমির আসন্ন Redmi Pro 2 ফোনের টিজার। যার ক্যামেরাই ইউএসপি। তবে ফোনটি যে পকেট ফ্রেন্ডলি নয় তার আন্দাজ করাই যায়। ৪৮ মেগাপিক্সেল সেন্সর থাকবে ফোনটিতে। বিশেষজ্ঞদের দাবি, এর ফলে গ্যাজেট ওয়ার্ল্ডে ক্যামেরার প্রতিযোগীতায় কয়েক ধাপ এগিয়ে যেতে পারে শাওমি।
আরও পড়ুন: Honor View20 কতটা নতুনত্ব নিয়ে আবির্ভূত হয়েছে গ্যাজেট দুনিয়ায় ?
শাওমি প্রধান লিন বিন চীনা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে স্মার্টফোনের ক্যামেরার টিজার আপলোড করে উদ্দীপনা বাড়িয়ে দিয়েছেন। এই প্রথমবার এত বড়ো মেগাপিক্সেলের ক্যামেরার ফোন নিয়ে আসছে এই চীনা কোম্পানি।
লিন একটি ৪৮ এমপি ক্যামেরা এবং ডুয়েল LED ফ্ল্যাশ সহ স্মার্টফোনের পিছনের ছবি পোস্ট করেছেন। ছবিটি কটা সেন্সর বহন করতে পারে তা নিশ্চিত করা যায় না। এই মুহুর্তে, টিজার দেখে আন্দাজ করা যায় যে ফোনটি বাদিক ঘেঁষে অবস্থিত ক্যামেরাটি।
জানা যাচ্ছে, এখন অবধি প্রথম ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সহ স্মার্টফোন নিয়ে হাজির হবে শাওমি। সম্ভবত এটি সোনি IMX586 বা স্যামসাং GM1 ৪৮ এমপি সেন্সর নিয়ে আসতে পারে।
এছাড়া অন্য কোনও তথ্য শেয়ার করে নি সংস্থা। অফিসিয়াল সূত্রেও কোনো আভাস পাওয়া যায় নি। জানুয়ারী মাসে ফোনটি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ক্যামেরা গ্রাহকের মন কাড়লে বাকি স্মার্টফোন নির্মাতারাও বড় মাপের মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসবেন তাঁদের আসন্ন স্মার্টফোনে।
Read the full story in English