Advertisment

নিয়ম না মানলে ইউটিউব থেকে মুছে ফেলা হবে ভিডিও

সম্প্রতি ভারতে ভিডিও স্ট্রিমিং ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে নিয়মবিধির ঘেরাটোপে রাখার নির্দেশ জারি হয়েছে । তৈরি করা হয়েছে গাইডলাইন। যা না মানলে মুছে ফেলা হবে অ্যাকাউন্ট সহ ভিডিও ও সমস্ত কমেন্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আপনার আপলোড করা ভিডিও মুছে ফেলেছে ইউটিউব? ভিউ না থাকলে, ইউটিউবের নিয়ম না মানলে, সরিয়ে ফেলা হবে আপনার আপলোড করা ভিডিও, এমনটাই জানিয়েছে সংস্থা। সম্প্রতি ভারতে ভিডিও স্ট্রিমিং ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিকে নিয়মবিধির ঘেরাটোপে রাখার নির্দেশ জারি হয়েছে। তৈরি করা হয়েছে গাইডলাইন। যা না মানলে মুছে ফেলা হবে অ্যাকাউন্ট সহ ভিডিও ও সমস্ত কমেন্ট।

Advertisment

গত এপ্রিল মাসেই নতুন নিয়ম জারি করে ইউটিউব। সেই নিয়মের অধীনে গত তিন মাসে সরিয়ে ফেলা হয়েছে একাধিক ভিডিও। সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে কয়েক মিলিয়ন ভিডিও মুছে ফেলার কারণ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭.৮ মিলিয়ন ভিডিও মুছে ফেলা হয়েছে। গত তিন মাসে প্ল্যাটফর্ম থেকে সরানো ভিডিওগুলির মোট সংখ্যা ৫৮ মিলিয়ন।

প্রায় ৮১ শতাংশ ভিডিও মেশিন দ্বারা শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৭৪.৫ শতাংশ এমন ভিডিও রয়েছে যেগুলি কখনোই কোনো ভিউ পায়নি। বাকি কিছু ভিডিওর মধ্যে রয়েছে ভীতিপ্রদ কিছু বিষয়, যা প্রভাব ফেলতে পারে মানুষের মনে। যার পরিমাণ প্রায় ৯০ শতাংশ ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। ২০১৮ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যে সমস্ত কমেন্টের মধ্যে নিয়ম লঙ্ঘন করার প্রবণতা দেখা যায় সেগুলিও সরিয়ে ফেলা হয়েছে। এর সংখ্যা প্রায় ২২৮ মিলিয়ন।

আরও পড়ুন: শিশু পর্নোগ্রাফিতে কড়া নিষেধাজ্ঞা হোয়াটসঅ্যাপের

ইউটিউবের বিষয়বস্তুর রিভিউ তৈরি করছে উন্নত মানের প্রযুক্তি। আপত্তিকর বিষয়বস্তু আপলোড হলে তা অনায়াসেই লিঙ্ক হয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার জন্য। ৯০ দিনের মধ্যে দেখা গেছে অনেক সংস্থা আছে যারা শিশু পর্নোগ্রাফি আপলোড করে একাধিক বার নিয়ম লঙ্ঘন করেছে।

ইউটিউব থেকে ১.৬৭ মিলিয়ন চ্যানেল এবং তাদের ৫০.২ মিলিয়ন ভিডিও মুছে ফেলা হয়েছে।

Read the full story in English

YouTube
Advertisment