BSNL Recharge Plans & Offers for Prepaid: সস্তার রিচার্জে সরাসরি চ্যালেঞ্জ! বুক কাঁপানো প্ল্যানে বাজারে ফের 'বোমা' ফাটাল BSNL

BSNL Recharge Plans & Offers for Prepaid: ফের 'বিস্ফোরণ' BSNL-এর! বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন রিচার্জের দাম বাড়ানোর পথে হেঁটেছে, তখন BSNL তার গ্রাহকদের জন্য একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে আসছে।

BSNL Recharge Plans & Offers for Prepaid: ফের 'বিস্ফোরণ' BSNL-এর! বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন রিচার্জের দাম বাড়ানোর পথে হেঁটেছে, তখন BSNL তার গ্রাহকদের জন্য একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে আসছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
bharat sanchar nigam limited 52 days prepaid recharge

ফের 'বিস্ফোরণ' BSNL-এর! সস্তার রিচার্জে চ্যালেঞ্জ ছুঁড়ল সরকারি টেলিকম সংস্থা।

BSNL Recharge Plans & Offers for Prepaid: ফের 'বিস্ফোরণ' BSNL-এর! সস্তার রিচার্জে চ্যালেঞ্জ ছুঁড়ল সরকারি টেলিকম সংস্থা। BSNLএবার নিয়ে এল 52 দিন বৈধতার এক বাম্পার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ইউজাররা পাবেন সীমাহীন কলিংয়ের পাশাপাশি হাইস্পীড ডেটার সুবিধা।  

Advertisment

বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন রিচার্জের দাম বাড়ানোর পথে হেঁটেছে, তখন BSNL তার গ্রাহকদের জন্য একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে আসছে।  আজকের এই প্রতিবেদনে BSNLএর এমন এক রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানাতে চলেছি যে প্ল্যানে ইউজাররা পাবেন পুরো 52 দিনের বৈধতা।

পিজ্জা, পনির টিক্কা, বা বিরিয়ানি অর্ডার করুন জলের দরে, তোলপাড় ফেলল Zomato, চেক করুন এখনই

আপনি যদি ঘন ঘন রিচার্জে ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে সংস্থার এই সাশ্রয়ী মূল্যের প্ল্যান আপনার জন্য একেবারে পারফেক্ট। এই প্ল্যানে আপনি 28 দিনের পরিবর্তে পেয়ে যান পুরো 52 দিন বৈধতা। এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 298 টাকা। 

Advertisment

298 টাকার রিচার্জ প্ল্যানের আপনি সীমাহীন কলিং এবং ডেটা উভয় সুবিধাই পাবেন। দেখে নিন সস্তার এই রিচার্জ প্ল্যানে আপনি কী কী সুবিধা পাবেন-

আধারে দেওয়া তথ্য সঠিক তো? বিনামূল্যে আধার আপডেটের দিনক্ষণ জানাল সরকার

  • ভ্যালিডিটি- 52 দিন
  • ডেটা- 1GB প্রতিদিন
  • কল- আনলিমিটেড
  • SMS- 100 SMSপ্রতিদিন 

BSNL-এর এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য সেরা যারা বেশি সময়ের জন্য তাদের সিম কার্ডটি অ্যাকটিভ রাখতে চান তাও নামমাত্র দামে।  প্রায় 2 মাসের জন্য সীমাহীন কলিং সহ এটি একটি সস্তার রিচার্জ প্ল্যান। 

BSNL 5G BSNL recharge plan