/indian-express-bangla/media/media_files/2025/08/11/new-car-launches-zelo-electric-launches-knight-plus-2025-08-11-14-13-05.jpg)
পেট্রোলের ঝামেলা থেকে চিরতরে মুক্তি!
Best Milage Electric Scooter: ভারতের বাজারে হুড়মুড়িয়ে বাড়ছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা সংস্থা ZELO ELECTRIC বাজারে নিয়ে এলো ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার Knight+। যার এক্স-শোরুম মূল্য মাত্র ৫৯,৯৯০ টাকা। স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত সিকিউরিটি ফিচার, আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি Knight+ শহরের রাইডিংয়ের জন্য একেবারে আইডিয়াল।
চোখের ইশারায় চলবে কম্পিউটার, প্রযুক্তির এই বিপ্লবে বিরাট চমক
এই অত্যাধুনিক স্কুটারটিতে রয়েছে ১.৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন পোর্টেবল LFP ব্যাটারি, যেটি ফুল চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। ১.৫ কিলোওয়াট মোটরের সাহায্যে এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। ব্যবহারকারীদের সুবিধার্থে এতে রয়েছে হিল হোল্ড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ফলো-মি-হোম হেডলাইট, ইউএসবি চার্জিং পোর্ট এবং পোর্টেবল ব্যাটারি।
সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে বাঁচার ৫ কায়দা, একদিনের জন্য করুন ডিজিটাল ডিটক্স
রঙের বিকল্পেও বৈচিত্র্য এনেছে ZELO ELECTRIC। স্কুটারটি পাওয়া যাচ্ছে ছয়টি শেডে—গ্লসি হোয়াইট, গ্লসি ব্ল্যাক, ডুয়াল-টোন ম্যাট ব্লু-হোয়াইট, ম্যাট রেড-হোয়াইট, ম্যাট ইয়েলো-হোয়াইট এবং ম্যাট গ্রে-হোয়াইট। বর্তমানে ZELO ELECTRIC-এর বাজারে মোট চারটি মডেল রয়েছে—লো-স্পিড সেগমেন্টে Zoop, Knight ও Zaeden এবং RTO সেগমেন্টে Zaeden+।