Zomato New Feature Food Rescue: ফুড ডেলিভারি অ্যাপ Zomato নিয়ে এসেছে একটি বিশেষ ফিচার। Zomato এই নতুন ফিচারের নাম দিয়েছে Food Rescue। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা কম দামে বাতিল করা অর্ডার এবার থেকে চাইলে পেতে পারেন অনলাইন অ্যাপের মাধ্যমেই। খাদ্যের অপচয় রোধে এই অভিনব উদ্যোগ শুরু করেছে Zomato।
Zomato-এর সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ লিখেছেন যে Zomato অর্ডার বাতিল করাকে কোন ভাবেই উৎসাহ দেয় না। এতে খাবারের অপচয় হয়। তিনি বলেন, Zomato -র অর্ডার বাতিলের ক্ষেত্রে নো-রিফান্ড নীতি থাকা সত্ত্বেও, গ্রাহকরা ৪ লক্ষ অর্ডার বাতিল করেছেন। এটা উদ্বেগের। আমরা যেকোনো মূল্যে খাদ্যের অপচয় রোধ করতে চাই। এর জন্য আমরা ফুড রেসকিউ ফিচার চালু করছি।
এক বছরের ফ্রি অফার, ডেটা-কলিং একেবারে বিনামূল্যে! কীভাবে পাবেন?
যদি কেউ অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato-এ তার অর্ডার বাতিল করে, তাহলে সেই অর্ডারটি কাছাকাছি গ্রাহকরা কম দামে এবার থেকে অর্ডার করতে পারবেন। ধরুন আপনার প্রতিবেশী পিজ্জা, পনির টিক্কা, বিরিয়ানি বা অন্য কিছু খাবার অর্ডার করেছেন এবং তারপর কোনো কারণে তিনি তা বাতিল করেছেন, তাহলে Zomato-এর নতুন এই ফিচারের অধীনে আপনি সাশ্রয়ী মূল্যে এই অর্ডারগুলি পেতে পারেন।
We don't encourage order cancellation at Zomato, because it leads to a tremendous amount of food wastage.
— Deepinder Goyal (@deepigoyal) November 10, 2024
Inspite of stringent policies, and and a no-refund policy for cancellations, more than 4 lakh perfectly good orders get canceled on Zomato, for various reasons by customers.… pic.twitter.com/fGFQQNgzGJ
অল্প সময়ে, কম দামে 'অফার'
দীপেন্দ্র গোয়েল পোস্টে আরও বলেছেন যে বাতিল করা অর্ডারগুলি কাছাকাছি গ্রাহকরাই কেবল অ্যাপে দেখতে পাবেন। এই অর্ডারগুলি খুব কম দামে এবং কয়েক মিনিটের মধ্যে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। অর্ডার সম্পূর্ণরূপে সিল প্যাক করা অবস্থায় ডেলিভারি করা হবে। আইসক্রিম, মিল্ক শেক-এর মতো অর্ডার এই ফুড রেসকিউ ফিচারের অধীনে পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে। রেস্তোরাঁর মালিকরা আগের মতোই বাতিলকৃত অর্ডারের জন্য ক্ষতিপূরণ পাবেন।নতুন ফিচারের আওতায় অর্ডার নেওয়া হলে নতুন গ্রাহকের পেমেন্টের একটি অংশও রেস্টুরেন্ট পাবে।
সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট! মহাকাশ ফুঁড়ে দাপট দেখাবে ISRO, বিপর্যয়ের হাত রক্ষা পাবে বিশ্ববাসী
আপনিও Zomato-এর এই নতুন ফিচারের সুবিধা নিতে পারেন। আপনার নিকটবর্তী এলাকায় যদি কোন অর্ডার বাতিল হয় তাহলে আপনি আপনার মোবাইলে অ্যাপের হোম পেজে 'ফুড রেসকিউ'-ফিচারের মাধ্যমে তা দেখতে পাবেন। যেকোনো নতুন উপলব্ধ অর্ডার চেক করতে আপনাকে আপনার হোম পেজ রিফ্রেশ করতে হবে।