পর্বতারোহী দীপঙ্কর ঘোষের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। শুক্রবার চিনা স্থানীয় সময় দুপুর ২ টো ৪৫ মিনিটে দীপঙ্কর এবং দলের সহ অভিযাত্রীরা পা রাখেন চো ইউ শৃঙ্গে। আগস্টের শুরুতে নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়া আন্তর্জাতিক পর্বতারোহী দলে দীপঙ্কর ঘোষ ছিলেন একমাত্র ভারতীয়।
নেপাল-চিন সীমান্তে চো ইউ (৮১৮৮ মিটার) শৃঙ্গ ছুঁয়ে অভিযাত্রী দল আপাতত ক্যাম্প-২ এ ফিরেছেন। শনিবার বিকেলের মধ্যে তাঁদের অ্যাডভান্স বেস ক্যাম্প ফেরার পরিকল্পনা রয়েছে। দলের সব সদস্য সুস্থ আছেন বলে জানিয়েছেন দীপঙ্করবাবুর ঘনিষ্ঠ বন্ধু শ্রী রাজীব পাল।
দীপঙ্কর ঘোষের এ বছরের চো ইউ অভিযানের প্রাথমিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল শ্রীরামপুরের সংস্থা 'অঙ্গন ছাড়িয়ে"।
আরও পড়ুন, পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ ছুঁলেন চন্দননগরের পিয়ালি বসাক
হাওড়ার বেলানগর নিবাসী দীপঙ্কর ঘোষ এই নিয়ে ছ'টি আট হাজারি শৃঙ্গ জয় করলেন, এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মানাসলু এবং ধৌলাগিরি। এছাড়া দেশের মধ্যে নানা সফল অভিযান করেছেন। এদের মধ্যে গঙ্গোত্রী, ভাগীরথী-২, চন্দ্রভাগা ১৩-১৪, কেদারনাথ, কেদারডোম উল্লেখযোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের ধৌলাগিরি অভিযানে তুষারক্ষত (ফ্রস্ট বাইট)য় গুরুত্বর জখম হয় দীপঙ্করবাবুর হাতের আঙুল। দু'হাতের ৭টি এবং বাঁ পায়ের বুড়ো আঙুল আংশিক কেটে বাদ দিতে হয়। সেই অবস্থাতেই এক বছর কাটতে না কাটতেই ফের বেরিয়ে পড়েছিলেন নতুন অভিযানে। রাজীববাবুর কথায়, "আমরা কেউই এ বছর ওঁকে যেতে দিতে চাইনি। কী অসম্ভব মনের জোর। কারোর বারণই শুনল না"।
বৃহস্পতিবার অষ্টম উচ্চতম পর্বত শৃঙ্গ মানাসলু জয় করেছেন চন্দননগরের পিয়ালি বসাক। ভারতীয় অসামরিক মহিলা পর্বতারোহী হিসেবে তাঁর ঝুলিতেই প্রথম এল এমন কৃতিত্ব। ২৪ ঘণ্টা যেতে না যেতেই দীপঙ্কর ঘোষের চো ইউ জয়ের খবরে উচ্ছসিত বাংলার পর্বতারোহী মহল।