2025 board year bachao result tripura: 'বছর বাঁচাও'-এ বাম্পার সাফল্য! পড়শি রাজ্যের নজিরবিহীন পদক্ষেপ জোর চর্চায়

2025-board-year-bachao-result-tripura: যেসব পরীক্ষার্থী মূল বোর্ড পরীক্ষায় দুটি বিষয়ে ফেল করে, তাদের জন্যই বছর বাঁচাও পরীক্ষার সুযোগ দেয় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ।

2025-board-year-bachao-result-tripura: যেসব পরীক্ষার্থী মূল বোর্ড পরীক্ষায় দুটি বিষয়ে ফেল করে, তাদের জন্যই বছর বাঁচাও পরীক্ষার সুযোগ দেয় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ।

author-image
Debraj Deb
New Update
উচ্চমাধ্যমিক ফলাফল ত্রিপুরা, মধ্যশিক্ষা পর্ষদ ত্রিপুরা, Tripura Board compartment result, ত্রিপুরা বোর্ড পাশের হার, ধনঞ্জয় গণ চৌধুরী, মানিক সাহা শিক্ষা, Tripura Year Bachao Exam Result 2025, Tripura Board Madhyamik HS result, TBSE compartment exam pass %, Tripura Board final result news, Dhananjay Gana Chowdhury, Manik Saha education update

'বছর বাঁচাও'-এ বাম্পার সাফল্য! পড়শি রাজ্যের নজিরবিহীন পদক্ষেপ জোর চর্চায়

2025-board-year-bachao-result-tripura: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে পরিচালিত ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। মূল বোর্ড পরীক্ষার তিন মাস পর প্রকাশিত এই ফলাফলের জেরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—উভয় স্তরেই পাশের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisment

কী এই ‘বছর বাঁচাও’ পরীক্ষা?

যেসব পরীক্ষার্থী মূল বোর্ড পরীক্ষায় দুটি বিষয়ে ফেল করে, তাদের জন্যই বছর বাঁচাও পরীক্ষার সুযোগ দেয় রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। পূর্বে এই পরীক্ষা 'কম্পার্টমেন্টাল' নামে পরিচিত ছিল। বর্তমানে তা আনুষ্ঠানিকভাবে ‘বছর বাঁচাও পরীক্ষা’ হিসেবে চালু হয়েছে।

Advertisment

ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ব্যবস্থাটি কার্যকর হয়, যাতে অকৃতকার্য ছাত্রছাত্রীদের দ্বিতীয়বার বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ মেলে এবং পড়াশোনার এক বছর নষ্ট না হয়।

 উচ্চমাধ্যমিকের ফলাফল

এ বছর উচ্চমাধ্যমিকে ২,৯৯৫ জন ছাত্রছাত্রী ‘বছর বাঁচাও’ পরীক্ষার জন্য যোগ্য ছিল। পরীক্ষায় বসে ২,৭১০ জন, যাদের মধ্যে ১,৯১৯ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার: ৭০.৮১%।

 মাধ্যমিকের ফলাফল

মাধ্যমিকে এই পরীক্ষার জন্য যোগ্য ছিল ৩,১৫৫ জন, পরীক্ষায় বসে ২,০৭২ জন এবং উত্তীর্ণ হয়েছে ১,৭৫৭ জন। পাশের হার: ৬৩.৩৮%।

 সামগ্রিক বোর্ড পাশের হার বৃদ্ধি
মূল বোর্ড পরীক্ষার ফলাফলে এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ছিল ৭৯.২৯% এবং মাধ্যমিকে ৮৬.৫৩%।
‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল সংযুক্ত করার পর মোট পাশের হার দাঁড়াল—

উচ্চমাধ্যমিক: ৮৮.২৪%

মাধ্যমিক: ৯২.৫১%

বোর্ড সভাপতির বক্তব্য

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী বলেন, “আজকের ফল প্রকাশের মধ্য দিয়ে এ বছর বোর্ড পরীক্ষার সব পর্যায়ের চূড়ান্ত ফলাফল সম্পন্ন হল। মূল পরীক্ষায় উচ্চমাধ্যমিকে গত বছরের তুলনায় সামান্য উন্নতি হলেও, মাধ্যমিকে কিছুটা পিছিয়ে ছিল। তবে বছর বাঁচাও পরীক্ষার ফলে সেই ঘাটতি পূরণ হয়েছে।”

মুখ্যমন্ত্রীর পাড়ায় দেওয়ালে ধাক্কা গাড়ির, গ্রেফতার মেডিক্যাল কলেজের চিকিৎসক

tripura NEWS