Tripura News: অভিমান করে বাড়ি থেকে বেরোনোই কাল হল, বাংলাদেশ পেরিয়ে সোজা উঠলেন ভারতে, তারপর?

Tripura News: অভিমান এতটাই তীব্র ছিল যে ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রেখে ফেলেন তিনি। কথাবার্তায় অসংলগ্নতা ও অস্থিরতা দেখে শুরু হয় জেরা।

Tripura News: অভিমান এতটাই তীব্র ছিল যে ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রেখে ফেলেন তিনি। কথাবার্তায় অসংলগ্নতা ও অস্থিরতা দেখে শুরু হয় জেরা।

author-image
Debraj Deb
New Update
Murshidabad migrants

অভিমান করে বাড়ি থেকে বেরোনোই কাল হল, বাংলাদেশ পেরিয়ে সোজা উঠলেন ভারতে, তারপর?

Tripura News:  অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন এক যুবক। সেই অভিমান এতটাই তীব্র ছিল যে ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রেখে ফেলেন তিনি। মঙ্গলবার ত্রিপুরার কৈলাশহর সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ধরা পড়েন বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা গৌরমনি বৈদ্য।

Advertisment

নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গিয়েছে, মৌলভীবাজারের গঙ্গানগর এলাকা থেকে কাউকে না জানিয়ে নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন গৌরমনি। পরিকল্পনা ছিল শুধু পরিবারকে শিক্ষা দেওয়া, কিন্তু গন্তব্য যে ভারতের মাটি হবে, তা বুঝতে পারেননি তিনি। কৈলাশহর সীমান্ত পার করে কিছুটা পথ হেঁটে পৌঁছে যান উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে। সেখানেই সন্দেহ হয় স্থানীয় পুলিশকর্মীদের। কথাবার্তায় অসংলগ্নতা ও অস্থিরতা দেখে শুরু হয় জেরা। জবাবে গৌরমনি জানান, "বাড়ির লোকজনের ওপর অভিমান করে বাংলাদেশ ছেড়ে চলে এসেছি।"

পাসপোর্ট, ভিসা বা কোনও বৈধ নথিপত্র ছাড়াই কীভাবে তিনি ভারতে প্রবেশ করলেন, সেই প্রশ্নের উত্তরেও একই বক্তব্য রাখেন ওই যুবক। রাতেই তাঁকে কৈলাশহর থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করে পুলিশ ও বিএসএফ বুধবার সকালে তাঁকে পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠায়।

Advertisment

ঘটনার বিষয়ে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রাই জানান, "ধর্মনগরে এমন একটি ঘটনা ঘটেছিল। তবে বিস্তারিত কিছু জানা নেই, কারণ সীমান্ত পার হওয়ার বিষয়টি কৈলাশহর থানা এলাকার অন্তর্গত।"

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭০ কিমি, যার মধ্যে ত্রিপুরার অংশ ৮৫৬ কিমি। সীমান্তের অনেকটা এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও কিছু স্থানে এখনো বেড়া বসানো সম্ভব হয়নি স্থানীয় সমস্যার কারণে। সেই ফাঁক দিয়েই সম্ভবত এদেশে প্রবেশ করেন গৌরমনি।

জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে উত্তাল বাংলা! শুভেন্দুর কনভয়ের সামনে TMC সমর্থকের শোরগোল ফেলা কাণ্ড

Bangladesh