প্রায়শই তাঁর কথায় বিতর্কের ঝড় বয়ে যায়। অতীতে তাঁর একাধিক মন্তব্য়ে শোরগোল পড়ে গিয়েছেল সব মহলে। বিজেপি সরকার টিকিয়ে রাখার উপায় বলে এবার রীতিমতো হইচই ফেলে দিলেন ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব কুমার দেব। যদি সকলে নিজেদের বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি ও বাণী টাঙিয়ে রাখেন, তাহলে সে রাজ্য়ে ৩০-৩৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পারবে বিজেপি, এমন মন্তব্য় করেই এবার শিরোনামে এসেছেন বিপ্লব।
ঠিক কী বলেছেন বিপ্লব দেব?
আগরতলায় রাজ্য় মহিলা মোর্চা এগজিকিউটিভ কমিটির বৈঠকে বিপ্লব কুমার দেব বলেছেন, ''ব্য়ক্তিগতভাবে আমি দেখেছি, কমিউনিস্ট নেতারা জ্য়োতি বসু, জোসেফ স্ট্য়ালিন, মাও সে তুংয়ের ছবি তাঁদের ড্রয়িং রুমে টাঙিয়ে রাখেন। দরজায় তাঁরা এসব ছবি রাখেন, যেখানে আমরা আমাদের ইষ্টদেবতার ছবি রাখি...''।
আরও পড়ুন: বিপ্লবের মন্তব্য়ের প্রতিবাদে মোদী-শাহকে চিঠি ত্রিপুরার সাংবাদিকদের
এরপর ত্রিপুরার মুখ্য়মন্ত্রী আরও বলেছেন, ''আমাদের আদর্শ ও সংস্কৃতি দিয়ে আমাদের দলকে আগলে রাখব। ত্রিপুরার ৮০ শতাংশ বাড়ির বাসিন্দারা যদি স্বামী বিবেকানন্দের ছবি টাঙান, তাহলে এই সরকার আরও ৩০-৩৫ বছর ধরে ক্ষমতায় থাকবে''। রাজ্য়ের বাড়িতে বাড়িতে স্বামীজির ছবি যাতে টাঙানো হয়, সে ব্য়াপারে মহিলা মোর্চাকে আর্জি জানান বিপ্লব।
উল্লেখ্য়, গত অগাস্টে করোনা আক্রান্ত রোগীদের মধ্য়ে স্বামী বিবেকানন্দের বই বিতরণ করেছিলেন বিপ্লব দেব। করোনা আক্রান্তদর মনোবল বাড়ানোর জন্য়ই এই বই বিতরণ করেছিলেন তিনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন