/indian-express-bangla/media/media_files/2025/08/16/manik-2025-08-16-10-51-11.jpg)
Manik Saha: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
সারা দেশের সাথে আজ ত্রিপুরাতেও সাড়ম্বরে পালিত হয় ৭৯তম স্বাধীনতা দিবস। আগরতলায় আসাম রাইফেলস ময়দানে এ দিনটির কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, "স্বাধীনতার শপথ নিতে হবে সকলকে এবং স্বাধীনতার সংগ্রামীদের স্বপ্নের বিকশিত ভারত গড়ে তোলার যে আন্দোলন সারাদেশে চলছে তারই অংশ হিসেবে গোটা উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের মাপকাঠিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ত্রিপুরা।"
শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া হয়েছে বলে তিনি তার বক্তব্যে জানান এবং দেশের উন্নয়নের জন্য নিজ নিজ ক্ষেত্রে উৎসাহের সাথে এগিয়ে আসার জন্যে যুবকের প্রতি আহ্বান রাখেন তিনি।
এক ট্যুইট বার্তায় সাম্প্রতিক অপারেশন সিঁদুরের বীর যোদ্ধাদের কর্মকাণ্ডের কথা মনে করে গর্ববোধ করতে এবং বিকশিত ভারত ও নতুন ভারতের প্রতি অনুভূতি প্রকাশ করার জন্য রাষ্ট্রবাদ বড় স্বপ্ন দেখার ক্ষমতা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করতে ৭৯ তম স্বাধীনতা দিবসে সকলকে আহবান জানান তিনি।
ত্রিপুরার উন্নয়ন যাত্রার কথা ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ১২.৪ শতাংশ প্রবৃদ্ধির সাথে গোটা উত্তর পূর্বাঞ্চলে জিডিপির হিসেবে দ্বিতীয় স্থানে এখন অবস্থান করছে ত্রিপুরা। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং কৃষক উন্নয়নে গত বছর বেশ কিছু পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মোট ১৫ কোটি টাকা ব্যয় করে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রকল্পে ৯২,৫৮৮ হেক্টর জমি ধান চাষ করার জন্য অতিরিক্ত চাষাবাদের আওতায় আনার জন্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তিনি বলেন। অর্গানিক ফার্মিং এর জন্য ২০,১৬১ হেক্টর জমি উন্নীত করা হয়েছে।
এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে উন্নয়ন তথা জিডিপির হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলায় তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন, গোমতী জেলার অমরপুরে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন।
গোমতী জেলার উদয়পুরে অর্থমন্ত্রী তথা স্থানীয় এদিকে বিধায়ক প্রনজিৎ সিংহ রায় জাতীয় পতাকা উত্তোলন করেন। খোয়াই জেলায় বনমন্ত্রী অনিমেষ দেব্বর্মা তেরঙ্গা উত্তোলন করেন, তেলিয়ামুড়ায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, উত্তর ত্রিপুরা জেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সুধাংশু দাস।
তবে এদিন আগরতলায় স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বিরোধী কংগ্রেস দলের বিধায়ক গোপাল চন্দ্র রায় শাসক দল বিজেপির দিকে আঙুল তুলে বলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে একমাত্র কংগ্রেস দলের সমর্থকেরা স্বাধীনতার জন্যে লড়াই করেছিলেন। বিজেপি দলের তখন অস্তিত্বই ছিল না, উপরন্তু বিশ্ব হিন্দু পরিষদ, জনসংঘ, যেটি ১৯৮০ তে বিজেপিতে রূপান্তরিত হয়, এইসব সংগঠনগুলি ব্রিটিশদের সহায়ক ছিল; রাজাকার ছিল বলে মন্তব্য করেন আজ বিধায়ক গোপাল চন্দ্র রায়।
আরও পড়ুন-Minister Death: প্রয়াত প্রখ্যাত রাজনীতিবিদ তথা মন্ত্রী, স্বাধীনতা দিবসের রাতেই নিভল জীবন প্রদীপ!
সিপিএম দলের পক্ষে আগরতলায় দলীয় মুখ্য কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।অপর একটি দলীয় স্বেচ্ছা রক্তদান শিবিরে যোগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ বলেন, বিজেপি শাসনে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং। দেশের সংবিধান ইত্যাদি আক্রমণের মুখে আসে দাঁড়িয়েছে। মানুষের সাধারণ জীবন জীবিকার নিরাপত্তার জন্যে, সংবিধান রক্ষার জন্যে সকলকে একজোট হবার জন্যে আহবান জানিয়েছেন মানিক সরকার।