West Bengal News Live Updates: জন্মাষ্টমীর এলাহি আয়োজন, সাংসদের গুরুদায়িত্ব সামলে কৃষ্ণ আরাধনায় মাতলেন রচনা

West Bengal News Updates 16 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 16 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
IMG-20250816-WA0057

জন্মাষ্টমীর আয়োজনে রচনা বন্দ্যোপাধ্যায় Photograph: (ছবি - উত্তম দত্ত)

Kolkata News Live Updates: দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই জন্মাষ্টমীর আয়োজনে মেতে উঠেছেন। প্রথমবারের মত নিজের বাড়িতে নিজের হাতে জন্মাষ্টমী উদযাপন হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। সংসদের কথায়, 'বহুদিন থেকেই নিজের বাড়িতে জন্মাষ্টমী করার ইচ্ছা ছিল। এবছর গোপাল ঠাকুর আমার বাড়িতে এসেছেন। দিদি নম্বর ওয়ানের এক প্রতিযোগী ভালোবেসে আমাকে গোপাল উপহার দিয়েছেন। এবার ছোট করে আয়োজন করেছি। সামনের বছর থেকে আরও বড় করে জন্মাষ্টমী করার ইচ্ছা রইল'। এদিনের পুজোয় স্পেশ্যাল মেনু সম্পর্কে রচনা বলেন, 'গোপালের পছন্দের তালের নানান রকমের আইটেম, তাল ক্ষীর, তালের বড়া, লুচি, সুজি, পায়েস, ফল, নানান রকমের নাড়ু। দুপুরে এদিন কাছের কয়েক জন বন্ধু বাড়িতে এসেছিলেন। তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, হইচই এভাবেই কেটে গেল জন্মাষ্টমীর বিশেষ এই দিন'।

Advertisment

‘দ্য বেঙ্গল ফাইলস’-র ট্রেলার লঞ্চ ঘিরে ধুন্ধুমার।  বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সব কিছুই ঠিক মত চলছিল। শুরুর কিছুক্ষণ পরেই বাধার অভিযোগ উঠল হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনিয়ে সুর চড়িয়েছেন পরিচালক। ঠিক কী অভিযোগ? বিবেক অগ্নিহোত্রী দাবি করেন, আগেই হোটেল বুক করা হয়েছিল এবং নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হয়। কিন্তু মাঝপথে হোটেল কর্তৃপক্ষ মৌখিকভাবে জানায়, ট্রেলার লঞ্চ করা যাবে না। সরকারকে নিশানা করে বিবেক অগ্নিহোত্রী বলেন, “ বাংলায় মানুষের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা হচ্ছে। আমেরিকার ১২টি শহরে বাঙালিরা দেখেছেন এই ছবি। ‘জয় মা কালী’ ও ‘বন্দে ভারত’ স্লোগানে থিয়েটার কেঁপে উঠেছিল। কিন্তু কিছু নির্দিষ্ট গোষ্ঠী এই ছবিটিকে চেপে দেওয়ার চেষ্টা করছে।” এদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ গোটা ঘটনাকে 'নাটক' বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, তিনি যেগুলি তৈরি করেন সেগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানুষে মানুষে বিভেদ তৈরির চক্রান্ত। ওনার ক্ষমতা আছে গুজরাট ফাইলস করা? কেন ইউপি ফাইলস, এমপি ফাইলস হয়নি? কেন মণিপুর ফাইলস হয়নি? বাংলার বিরুদ্ধে কুৎসা করার একটা চেষ্টা। একে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত"।  

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতা বাবা-মায়ের আবেদনে এবার সাড়া দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের করা ইমেইলের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি। আরজি কর কান্ডের এক বছরের মাথায় নবান্ন অভিযানে নেমে নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা আক্রান্ত হয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল তাঁদের। সেই ব্যাপারে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে ইমেইল করেছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। এই ব্যাপারে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাষ্ট্রপতি।

Advertisment

জঙ্গলমহলে আবারও নতুন করে মাওবাদী আতঙ্ক। 'বনধ না মানলে মৃত্যুদণ্ড'। রীতিমতো পোস্টার সাঁটিয়ে মাওবাদীদের নামে হুমকি জঙ্গলমহলের বাঁকুড়া জেলায়। শনিবার বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা। এদিনই সাতসকালে বাঁকুড়ার তালডাংরা এলাকায় মাওবাদী পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- Offbeat destination:সবুজে সাজানো গ্রাম যেন ক্যালেন্ডারে টাঙানো ছবি, নদী-ঝর্ণার অপরূপ মেলবন্ধন উত্তরবঙ্গের এপ্রান্তে!

সাদা কাগজে লাল কালিতে মাওবাদীদের নাম করে হুমকি পোস্টার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শুধুমাত্র উত্তেজনায় ছাড়াতেই কেউবা কারা এই পোস্টারগুলি লাগিয়ে থাকতে পারে। 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের অর্জুননগরে বোমা বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় সংস্থা NIA-র লিস্টে নাম ছিল এই তৃণমূল নেতার। তাকেই এবার বোমা তৈরির মশলা-সহ আটক করেছে ভূপতিনগর থানার পুলিশ। আটক তৃণমূল নেতার নাম সুবীর মাইতি। দশকর্মার দোকান রয়েছে তার।

পুলিশের দাবি সেই দোকানের আড়ালেই বোমা তৈরির মশলা বিক্রি করতেন ওই তৃণমূল নেতা। গোপন সূত্রে খবর পেয়ে তার দোকানে অতর্কিতে হানা দেয় ভূপতি নামক থানার পুলিশ। তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন- Former Governor Death:প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আরও পড়ুন- Kolkata weather forecast:ফের ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, আজ জন্মাষ্টমীর দিনভর কেমন থাকবে আবহাওয়া?

  • Aug 16, 2025 14:41 IST

    Kolkata News Live Updates:ট্রাম্প-পুতিন বৈঠক

    আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক, জেলেনস্কির সঙ্গে ফোনালাপ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন প্রচেষ্টা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই গেল। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। লক্ষ্য— তিন বছর ধরে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটানো। তবে এত আলোচনার পরও  যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিয়ে নির্দিষ্ট কোন চুক্তির প্রসঙ্গ সামনে আসেনি। 



  • Aug 16, 2025 14:40 IST

    Kolkata News Live Updates:দিঘার জগন্নাথ মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী

    আজ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সারা দেশজুড়ে নানা আয়োজন হলেও দিঘা এবার পেয়েছে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ। এ বছর দিঘার জগন্নাথ মন্দিরে প্রথমবারের মতো পালিত হচ্ছে জন্মাষ্টমী, তাই সকাল থেকেই মন্দির চত্বর ভরে উঠেছে ভক্তদের সমাগমে।

    বিস্তারিত পড়ুন- Janmashtami 2025:দিঘার জগন্নাথ মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী, ভক্তদের উপচে পড়া ভিড়, ভক্তিধ্বনিতে মুখরিত প্রাঙ্গণ



  • Aug 16, 2025 14:39 IST

    Kolkata News Live Updates:অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য

    ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর প্রয়াণ দিবসে কলকাতার কালাকার স্ট্রিটে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি উন্মোচন রাজ্য সভাপতি শ্রী শমীক ভট্টাচার্যের। উপস্থিত ছিলেন বিজেপির অগনিত কর্মী-সমর্থকরা।



  • Aug 16, 2025 10:24 IST

    Kolkata News Live Updates:প্রয়াত প্রখ্যাত রাজনীতিবিদ তথা মন্ত্রী

    ঝাড়খণ্ডের স্কুল শিক্ষা, সাক্ষরতা এবং নিবন্ধন মন্ত্রী রামদাস সোরেন শুক্রবার নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স ছিল ৬২ বছর। সোরেনের এক্স হ্যান্ডেলে তার ছেলে পোস্ট করেছেন, "অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদের সকলকে জানাচ্ছি যে আমার বাবা আর আমাদের মধ্যে নেই।"

    বিস্তারিত পড়ুন-Minister Death: প্রয়াত প্রখ্যাত রাজনীতিবিদ তথা মন্ত্রী, স্বাধীনতা দিবসের রাতেই নিভল জীবন প্রদীপ!



  • Aug 16, 2025 10:12 IST

    Kolkata News Live Updates:প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা R S S-এর একজন প্রবীণ সংগঠক এবং তামিলনাড়ুতে BJP-র দীর্ঘতম নেতাদের একজন লা গণেশন, যিনি পশ্চিমবঙ্গ-সহ তিনটি রাজ্যে রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, শুক্রবার চেন্নাইতে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০।

    বিস্তারিত পড়ুন- Former Governor Death:প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর



  • Aug 16, 2025 10:10 IST

    Kolkata News Live Updates: ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

    আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে সঙ্গে দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ জন্মাষ্টমীর দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসবই জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast:ফের ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, আজ জন্মাষ্টমীর দিনভর কেমন থাকবে আবহাওয়া?



tmc NIA Bengali News Today Janmashtami