সৌমিত্র-অপর্ণার ‘সমাপ্তি’ -র প্রেম যখন ‘বহমান’

পঞ্চাশ বছর পর সেলিমের সঙ্গে দেখা মাধুরীর। দু’জনেই বয়সের এপ্রান্তে পৌঁছেছে, বদলেছে তাদের জীবনের সম্পর্কের সমীকরণগুলো।

পঞ্চাশ বছর পর সেলিমের সঙ্গে দেখা মাধুরীর। দু’জনেই বয়সের এপ্রান্তে পৌঁছেছে, বদলেছে তাদের জীবনের সম্পর্কের সমীকরণগুলো।

author-image
IE Bangla Web Desk
New Update

সম্পর্কের টানাপোড়েন কখন যে বুনোন আলগা করে তারই ঝলক দেখা যাবে ছবিতে। পঞ্চাশ বছর পর সেলিমের সঙ্গে দেখা মাধুরীর। দু’জনেই বয়সের এপ্রান্তে পৌঁছেছে, বদলেছে তাদের জীবনের সম্পর্কের সমীকরণগুলো। কিন্তু পঞ্চাশ বছর আগের মাধুরী-সেলিমের আবেগ একই জায়গায়। দুটো মানুষ একসঙ্গে থাকার কথা ভাবলেও তাদের মধ্যে এখন মাধুরীর ছেলে সুব্রত রয়েছে। পুত্রবধূ জয়ীতা যতই সে জল গলানোর চেষ্টা করুক, শেষপর্যন্ত কোথায় যাবে পরিণতি?

Advertisment

সেই গল্পই বলবে অপর্ণা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বহমান। এদিন কলকাতায় হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। দেখুন তারই কিছু ঝলক।

Advertisment

আরও পড়ুন,  কীভাবে তৈরি হল ‘সাগরদ্বীপে যকের ধন’? দেখে নিন নেপথ্য কাহিনি

অনুমিতা দাশগুপ্তর পরিচালনায় এই গল্পই আসতে চলেছে বড়পর্দায়। পরিচালক হিসাবে এটি অনুমিতার দ্বিতীয় ছবি। ছবিতে মাধুরী ও সেলিমের ভূমিকায় অপর্ণা-সৌমিত্র এবং অপর্ণা সেনের ছেলে ও পুত্রবধূর চরিত্রে ব্রাত্য বসু-অর্পিতা চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন সোহাগ সেন, গৌতম হালদার সহ বহু কলাকুশলী।

tollywood Bengali Cinema Aparna Sen